Jalpaiguri News: পিচকারি দিয়ে রঙ ছুড়লেই বেজে উঠছে হোলির গান! এবার দোলে ব্যাপক ট্রেন্ডিং! জানুন দাম
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এবার দোলে ব্যাপক ট্রেন্ডিং হোলির গানসহ পিচকারি। রঙ ছুড়লেই বাজবে গান। ছোটদের বিরাট আকর্ষণ।
জলপাইগুড়ি: দোলে এবার ক্ষুদেদের জন্য নয়া চমক জলপাইগুড়ির বাজারে। বাজারে উঠেছে রঙ খেলার নয়া মেশিন। রঙ দিলেই বাজবে গান! কিংবা, রঙ জল জমবে ট্যাঙ্কারে আর তার পরেই “হোলি হ্যায়”। জানতে ইচ্ছে করছে,কি এই মিউজিক মেশিন? বা ট্যাঙ্কার? দোল মানেই পিচকারির আধিপত্য। আর বাজারে সেই পিচকারিই বিকোচ্ছে রকমারি ডিজাইনের। যা দেখে ক্ষুদেদের মুখে ফুটছে হাসি খিলখিলিয়ে। বাজারে এসেছে নানা ধরনের রঙের সঙ্গে এবার রমরমা ট্যাঙ্কার পিচকারি, মিউজিক মেশিন গান পিচকারি সহ আধুনিক সমস্ত পিচকারি।
বাজারে গেলেই চোখে পড়ে রাস্তার দু’ধার জুড়ে বসেছে নানা পিচকারীর সম্ভার। সেইসব পিচকারি পরখ করে তা নিজেদের কালেকশনে নিতে ব্যস্ত কচিকাঁচা এবং তাদের অভিভাবকেরা। কেমন এই মিউজিক মেশিন গান পিচকারি? এই পিচকারির বৈশিষ্ট্য হল সেটাতে রঙ ভরলেই শুরু হয়ে যাবে হোলির গান। এগুলোর দাম দুশো টাকা। রঙে ভেজানোর পাশাপাশি হোলির মজাদার গান। পিচকারিতেই এমন অভিনব বৈশিষ্ট্য পেয়ে বেজায় খুশি ক্ষুদেরা।
advertisement
আরও পড়ুন:ইউটিউব থেকেই উপার্জন! প্রত্যন্ত গ্রামের এই তরুণের সাফল্যের কারণ জানেন…অনুপ্রাণিত করবে সকলকেই
advertisement
ট্যাঙ্কার পিচকারির বৈশিষ্ট্য হল পিচকারির পিঠে একটি ট্যাঙ্কের মধ্যে থাকবে বানানো জল রং। আর একবারে একজন নয়, বরং অনেক মানুষকে ভেজানো যাবে। বারংবার বালতি থেকে পিচকারিতে রং ভরার ঝামেলাও নেই। এছাড়াও রয়েছে কার্টুন চরিত্রের আকারে এবং স্টিকার লাগানো নানান ধরনের পিচকারি। এগুলোর দাম প্রায় দু’শো টাকার আশেপাশে। এছাড়াও মাত্র পনেরো টাকা থেকে শুরু হচ্ছে বন্দুক পিচকারীর মতো অন্যান্য নানা পিচকারি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2024 5:52 PM IST