Viral Tree Ambulance: এরকম অ্যাম্বুলেন্স কেউ দেখেছেন? মানুষ নয়, কোন রোগীদের পরিসেবায় এই বাহন! জেনে নিন
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Tias Banerjee
Last Updated:
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে এই অ্যাম্বুলেন্সকে। রোগী নয়, বেশ কয়েকজন ব্যক্তি এই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। রয়েছে একটি হেল্প লাইন নম্বরও। যেখানে ফোন করলেই হাজির হচ্ছেন এই গাড়িসমেত লোকেরা। তবে মানুষের সেবায় নয়
কোচবিহার: রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই পরিসেবা দেয় অ্যাম্বুলেন্স। তবে কোচবিহারে একেবারেই অন্য রকম একটি অ্যাম্বুলেন্স চোখে পড়ল। অ্যাম্বুলেন্সটির রঙ সম্পূর্ণ সবুজ। অ্যাম্বুলেন্সটির ভিতরে রয়েছে নানা রকম যন্ত্রপাতি। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে এই অ্যাম্বুলেন্সকে। রোগী নয়, বেশ কয়েকজন ব্যক্তি এই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। রয়েছে একটি হেল্প লাইন নম্বরও। যেখানে ফোন করলেই হাজির হচ্ছেন এই গাড়িসমেত লোকেরা। তবে মানুষের সেবায় নয়, এই অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ভাবে গাছেদের সেবায় নিয়োজিত।
নামেও ‘ট্রি অ্যাম্বুলেন্স’। জানা যায়, এই ভাবনা বিনয় দাসের। তিনি গাছপ্রেমী। এক সময় কর্মসূত্রে ইন্দোরে ছিলেন। সেখানেই তিনি এই ধরনের গাড়ি প্রথম দেখেন। সেই গাড়ি দিয়ে শহরের মাঝে লাগানো গাছেদের পরিচর্যা করা হত। তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কোচবিহারে এসে এখানেও একই ধরনের গাড়ির ব্যবস্থা করবেন। অবশেষে ইচ্ছাপূরণ।
এক ব্যক্তিকে গাড়ির বরাত দিয়েছিলেন বিনয়। তার পর কিছুদিন আগে এই গাড়ির পরিসেবা শুরু করা হয় কোচবিহারে। কী ভাবে গাছেদের সেবা করে ট্রি অ্যাম্বুলেন্স? বিনয় জানান, এই গাড়ির মধ্যে থাকা যন্ত্র দিয়ে উপড়ে পড়া গাছকে সংরক্ষণ করা থেকে শুরু করে গাছের পরিচর্যা করা যাবে। ফলে গাছদের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আর। এছাড়া এই গাড়িতে করে প্রতিদিন বেশ কিছু গাছ লাগানো হবে শহরের বিভিন্ন অংশে। রাজ আমলে শহরের বিভিন্ন এলাকার নাম বিভিন্ন গাছের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছিল। তবে বর্তমানে সেই গাছগুলি এলাকা থেকে বিলীন হয়ে গিয়েছে। তাই আবার গাছ লাগানর পরিকল্পনা বিনয়ের। আগের মতোই গাছের সংখ্যা ফিরিয়ে আনার কর্মসূচী তাঁদের।
advertisement
advertisement
জেলার মানুষেরা এই ধরনের অভিনব পরিষেবা দেখতে পেয়ে রীতিমতো অবাক। বহু গাছ ঝড় কিংবা বিভিন্ন কারণে ক্ষতির সমুখীন হয়। এবার থেকে সেই গাছগুলিকে রক্ষা করবে এই অ্যাম্বুলেন্স, দাবি বিনয়ের। ইতিমধ্যেই বহু মানুষ যোগাযোগ করতে শুরু করেছেন এই ট্রি অ্যাম্বুলেন্স হেল্প লাইন নম্বরে। শহরে এই পরিসেবা দিতে পেরে খুশি বিনয় ও তাঁর সঙ্গে কাজ করা মানুষেরাও।
advertisement
সার্থক পন্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 19, 2024 6:52 PM IST








