East Bardhaman News: ৬৪ বছরের ফেরিওয়ালার ভ্যানে ওটা কী ঝুলছে? কাণ্ড দেখলে চমকে যাবেন!
- Published by:Tias Banerjee
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
বর্ধমানের এই ফেরিওয়ালার কর্মকাণ্ড দেখলে আপনারাও অবাক হবেন। ২০ বছর ধরে বিনা পারিশ্রমিকে এই কাজ করে চলেছেন শক্তি। তবে মানুষকে সচেতন করার এক বিশেষ কারণ রয়েছে। বহুবার তাঁর চোখের সামনে ঘটে গিয়েছে দুর্ঘটনা। অনেকের প্রাণ যেতে দেখেছেন শক্তি।
পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের বড়নীলপুর বাজার এলাকার বাসিন্দা শক্তিপদ সাহা পেশায় ফেরিওয়ালা। গত ২০ বছর ধরে তিনি ফল এবং সবজি বিক্রি করেই দিন যাপন করেন। তবে ফেরি করার পাশাপাশি তিনি আরও এক বিশেষ কাজ করেন। সেই কাজের জন্য কমবেশি সকলেই চেনেন শক্তিকে।
একটি ছোট্ট ভ্যান রয়েছে শক্তির। সেই ভ্যানে করে ফল নিয়ে তিনি বর্ধমান শহরে ঘুরে বেড়ান। প্রত্যেকদিন ভোরবেলায় উঠে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন তিনি। ৬৪ বছর বয়সেও তিনি এই কাজ করে চলেছেন। তবে একটি ব্যাপার কারও চোখ এড়ায় না। ফেরিওয়ালার ফেরি করার ভ্যানে ঝোলানো রয়েছে একটি হেলমেট। কিন্তু ফেরিওয়ালার ভ্যানে হেলমেট কেন? শক্তি জানান, মানুষকে সচেতন করার জন্যই তিনি এই হেলমেট ঝুলিয়ে রেখেছেন। সবাই যাতে সাবধানে ট্রাফিক আইন মেনে বাইক চালান, সেই বার্তা দিতেই তাঁর এই ভাবনা।
advertisement
শুধু হেলমেট নয়, শক্তির ভ্যানে রয়েছে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা। ফেরি করার পাশাপাশি তিনি জনসাধারণকে সচেতন করে চলেন। সচেতনতা প্রচারের অভিনব পন্থাও বেছে নিয়েছেন তিনি। নিজেই বেশ কিছু কার্ডবোর্ডের মধ্যে লিখেছেন সচেতনতামূলক বার্তা। তার পর সেই কার্ডবোর্ড ঝুলিয়ে দিয়েছেন ভ্যানের মধ্যে। শক্তির ফেরি করার ভ্যান দেখলেই যে কারও চোখে পড়বে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা।
advertisement
advertisement
দীর্ঘ ২০ বছর ধরে বিনা পারিশ্রমিকে এই কাজ করে চলেছেন শক্তি। তবে মানুষকে সচেতন করার এক বিশেষ কারণ রয়েছে। বহুবার তাঁর চোখের সামনে ঘটে গিয়েছে দুর্ঘটনা। অনেকের প্রাণ যেতে দেখেছেন শক্তি। তাই যাতে মানুষ সচেতন হয়, হেলমেট পড়ে বাইক চালায় সেই কারণে তিনি সকলকে সচেতন করেন।
শক্তির কথায়, “অনেকেই সচেতনতার বার্তা ভালভাবে গ্রহণ করে। আবার কেউ কেউ মজার ছলে নেয়। কথা গ্রাহ্য না করে হেলমেট ছাড়াই বাইক চালায়।”
advertisement
তবে শক্তি হাল ছাড়েন না। জানিয়েছেন, তিনি আগামী দিনেও এই কাজ চালিয়ে যাবেন। মানুষকে সচেতন করা যেন তাঁর কর্ম।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2024 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ৬৪ বছরের ফেরিওয়ালার ভ্যানে ওটা কী ঝুলছে? কাণ্ড দেখলে চমকে যাবেন!