বাসেও এবার স্মার্ট কার্ড! টিকিট কাটার ঝামেলা এড়াতে বড় উদ্যোগ, কবে থেকে চালু হচ্ছে?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
স্মার্ট কার্ড চালু হলে যাত্রীদের বেশ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে
কোচবিহার, শুভঙ্কর সাহাঃ টিকিট কাটার ঝামেলা এড়াতে এবার মেট্রোর ধাঁচে বাসেও চালু হচ্ছে স্মার্ট কার্ড। এর ফলে যাত্রীদের বেশ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই উদ্যোগ নিয়েছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলার বুকে প্রথম কোনও পরিবহণ সংস্থা এমন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে NBSTC।
বাসে ওঠার পর যতক্ষণ না টিকিট কাটা হচ্ছে শান্তি নেই! অনেক সময় ভিড় বাসে ধাক্কাধাক্কি করেই কন্ডাক্টরের থেকে টিকিট কাটতে হয়। তবে স্মার্ট কার্ড চালু হলে সেই ঝক্কি অনেকটা কমবে। ওই কার্ড একবারে কিনে নিলে যাত্রীরা বাসে থাকা কন্ডাক্টরের কাছে রাখা মেশিনে সোয়াইপ করে নিলেই ভাড়া কেটে নেওয়া হবে।
আরও পড়ুনঃ বাড়ি ফেরা হল না! বাইকে বাসের ধাক্কা, পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্কুল শিক্ষিকার
পুজোর আগেই এই স্মার্ট কার্ড চালু করতে চলেছে উত্তরের এই পরিবহণ সংস্থা। প্রথমে ওই কার্ডের মাধ্যমে শুধুমাত্র NBSTC-এর বাসে চলাচল করলেও পরবর্তীতে রাজ্যের অন্যান্য পরিবহণের বাসেও চড়া যাবে।
advertisement
advertisement
মেট্রোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্মার্ট কার্ড ব্যবহার হয়। ফলে রোজ টিকিট কাটার ঝক্কি পোহাতে হয় না নিত্যযাত্রীদের। এবার বাসের ক্ষেত্রে সেই উদ্যোগ নিল এনবিএসটিসি। পুজোর আগেই স্মার্ট কার্ড চালু করতে চলেছে এই পরিবহণ সংস্থা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 2:20 PM IST