বাড়ি ফেরা হল না! বাইকে বাসের ধাক্কা, পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্কুল শিক্ষিকার
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা
বাগনান, রাকেশ মাইতিঃ পথ দুর্ঘটনায় প্রয়াত বাগনান আদর্শ প্রাথমিক স্কুলের শিক্ষিকা তাপসী জানা! স্কুল শেষে মঙ্গলবার বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি হাওড়ার এই বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যোগ দিয়েছিলেন। অল্পসময়েই ছাত্রছাত্রীদের একজন প্রিয় দিদিমনি হয়ে ওঠেন ৩৩ বছর বয়সী এই শিক্ষিকা। প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা ৪৩০। সকলকে আদর যত্নে পড়াশোনা শেখান ১৩ জন শিক্ষক-শিক্ষিকা।
পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা গ্রাম থেকে প্রতিদিন স্কুলে আসা-যাওয়া করতেন তাপসীদেবী। মেদিনীপুরের ওই গ্রাম থেকে জাতীয় সড়ক হয়ে বাগনানের স্কুলে পৌঁছতেন, একইভাবে বাসে চেপেই বাড়ি ফিরতেন। কিন্তু এদিন বাগনান গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পরিচিত দেবাশীষ পট্টনায়কের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। শিক্ষক দেবাশীষবাবু একদিকে তাপসীদেবীর শিক্ষক ছিলেন, অন্যদিকে স্থানীয় একটি ক্লাব প্রতিষ্ঠানের সদস্য তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ পরলে আরাম, বাড়বে কর্মসংস্থান! নদিয়ায় তাঁতিদের দেওয়া হল ‘বিশেষ’ সুতো
বিকেল ৩:৪৫ নাগাদ বাগনান আমতা মোড় জাতীয় সড়ক থেকে বাইকের পিছনে বসে বাড়ির উদ্দেশে রওনা দেন তাপসীদেবী। বিকেল ৪টে নাগাদ কোলাঘাটের হলদিয়া মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে দিঘাগামী একটি বাস বাইকটিতে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়েন দেবাশীষবাবু ও তাপসীদেবী। জানা যাচ্ছে, অচৈতন্য অবস্থায় দু’জনকে মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে যায় পুলিশ। তাপসীদেবীর মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন চিকিৎসক। গুরুতর জখম দেবাশীষবাবু।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার মণ্ডল জানান, তাপসী জানা বিদ্যালয়ের একজন দায়িত্ববান শিক্ষিকার ভূমিকা পালন করতেন। রোজ ১০.১৫ নাগাদ হাজির হতেন। পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বও সামলাতেন। প্রত্যেক দিন বাসে চেপেই আসা-যাওয়া করতেন। এদিন এক পরিচিতর বাইকে চেপে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 13, 2025 1:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়ি ফেরা হল না! বাইকে বাসের ধাক্কা, পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্কুল শিক্ষিকার







