#শিলিগুড়ি: বেঙডুবি সেনা ছাউনির উদ্যোগে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। শিলিগুড়ির গঙ্গারাম চা বাগানে যা পালন করা হয় বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে বেঙডুবি সেনা ছাউনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটি পালন করার কথা ঘোষণা করেন। সেইমতো প্রতি বছর দিনটি পালিত হয়ে আসছে দেশে। দেশের বিভিন্ন প্রান্তের মতো শিলিগুড়ির বাগডোগরার কাছে বেঙডুবি সেনা বাহিনীর উদ্যোগেও তা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।
মূলত সর্দার বল্লভ ভাই প্যাটেলকে জন্মদিবসের শ্রদ্ধাঞ্জলী জানিয়েই দিনটি পালন করা হয়।বেঙডুবি সেনা ছাউনির উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবসের অঙ্গ হিসেবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোভিড বিধির কথা মাথায় রেখেই অনলাইনে চলে প্রতিযোগিতা। অংশ নেয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। অনলাইনে তর্ক-বিতর্ক, বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
প্রতিযোগিতার বিষয়জুড়ে ছিল "লৌহমানব" সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলী। এক প্রেস বিবৃতিতে সেনা বাহিনী জানিয়েছে, দেশের ঐক্য, সংহতি, নিরাপত্তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।রাষ্ট্রীয় একতা দিবসের উদ্দেশ্য হল ভারতীয় সেনা বাহিনীর মনোবল আরো চাঙ্গা করা। সেইসঙ্গে নতুন প্রজন্মের ছেলে, মেয়েদের দেশের প্রতি আনুগত্য তৈরী করা। আর তাই স্কুলের পড়ুয়াদের নিয়ে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা মেলে ধরে। অনলাইন ক্যুইজেও পড়ুয়াদের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। অংশ নেয় সেনা জওয়ান থেকে মহিলারাও।
মূলত নতুন প্রজন্মকে সেনা বাহিনীতে যোগদানের প্রতি আগ্রহমুখী করে তোলাও অন্যতম উদ্দেশ্য এই ধরনের দিবস পালনের মধ্য দিয়ে বলে এক সেনা কর্তা জানান। ২০১৬ সালে রাষ্ট্রীয় একতা দিবসের বিষয় ছিল "ভারতের সংহতি"। ২০১৮ সালে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৩অতম জন্মদিবস উপলক্ষ্যে সুউচ্চ মূর্তির উদ্বোধন করা হয়। গুজরাটে সুউচ্চ মূর্তির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় যাকে বলা হয় " ঐক্যের মূর্তি"!
Partha Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri