রোজই দোকানে আসে হনুমান! রয়েছে অদ্ভুত এক কারণ, ভাইরাল ভিডিও
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Monkey- রবীন্দ্র নগরে হঠাৎ হাজির হনুমান। বেশ কিছুদিন হল সিঙারার প্রেমে পড়েছে এই হনুমানটি। তাই সে সিঙ্গারা খেতেই মাঝে মাঝেই চলে আসে রবীন্দ্র নগরের এই দোকানটিতে।
শিলিগুড়ি : রবীন্দ্র নগরে হঠাৎ হাজির হনুমান। বেশ কিছুদিন হল সিঙারার প্রেমে পড়েছে এই হনুমানটি। তাই সে সিঙ্গারা খেতেই মাঝে মাঝেই চলে আসে রবীন্দ্র নগরের এই দোকানটিতে।
হনুমানের সিঙারা খাওয়া দেখতেই লোকজন ভিড় করছে সেখানে। তবে এদিন যা কাণ্ড করল সে, সেটা না দেখলে বিশ্বাস হবে না। এদিন হনুমানটি অনেকক্ষণ ধরে সিঙারা খাবে বলে দাঁড়িয়ে ছিল। তবে দোকানের ভিড় হওয়াতে দোকানদার সময় পাচ্ছিলেন না সিঙারা দেওয়ার। কিন্তু তাতে কী! দোকানে ভিড় খালি হতেই এক ঝাপটে দুটো সিঙারা নিয়ে বাঁশের খুটির ওপর বসে দিব্যি মজায় খেল সে।
advertisement
আরও পড়ুন- সাংঘাতিক! গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন যুবক…! দেখেই কী করলেন সিভিক ভলেন্টিয়ার?
স্থানীয়দের বক্তব্য, এই হনুমানটি মাঝে মাঝেই ওই এলাকায় আসে এবং সিঙারা খায়। একই সঙ্গে কেউ কলা দিলে সেটাও খায়, তার পর আবার চলে যায়।
advertisement
দোকানের মালিক রতন দাসের কথায়, ‘দুদিন পর পর এই হনুমানটি আমাদের দোকানে আসে। আমরা সিঙারা দিই, সেটা খায় , কলা খায়। তবে সিঙারা যদি বেশি গরম থাকে তাহলে সেটা সে খায় না।’
advertisement
অন্যদিকে পাড়ার এক দলের মতামত, এর আগে কোনদিনও হনুমান দেখা যেত না। তবে সম্প্রতি পাড়ায় একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। যে মন্দিরটি চালু না হলেও সেখানে একটি হনুমানের মূর্তি স্থাপনা করা হয়েছে। হয়তো সেই কারণেই সে এখানে আসছে।
আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত! শক্তিশালী ডানার তাণ্ডবে চিন্তায় দিঘা, কাঁথি..
রাস্তায় চলতে চলতে সমীরন রায় হঠাৎ থমকে দাঁড়িয়ে যান ওই হনুমানটিকে দেখে। তাঁর বক্তব্য, ‘আমাদের এই চত্বরে এমন হনুমান কোনওদিন আজ পর্যন্ত দেখিনি। তাই হঠাৎ এখানে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। অনেকে রাস্তায় দাঁড়িয়ে প্রণামও করল। আমি অনুমান টির জন্য কলা নিয়ে এসেছিলাম সেই কলা সে খেয়েছে।’
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 22, 2024 6:36 PM IST