Mimi Chakraborty: ৩ জা ৩ দলে...! আদরের 'ভাগ্নি' অভিনেত্রী সাংসদ! পঞ্চায়েত ভোটে তোলপাড় ফেললেন মিমির মামিরা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Panchayat Election 2023: অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী ভাগ্নি! ভোট ময়দানে মিমির তিন মামি! পঞ্চায়েত নির্বাচনের 'এই' আসনে বিরাট চমক
জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের ময়দানে এবার আরও এক চমক।ভোট ময়দানে সাংসদ মিমির পরিবার। জলপাইগুড়ির মেয়ে পেশায় অভিনেত্রী এই সাংসদের তিন মামিই এবার ভোটে দাঁড়িয়েছেন।তবে চমকের এখানেই শেষ নয়। মিমি চক্রবর্তীর তিন মামি আসলে দাঁড়িয়েছেন একই আসন থেকে। তিনজন তিন দলের প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন তাঁরা। আর তাতেই চড়েছে চর্চা।
মিমির তিন মামি তিন রাজনৈতিক দলে পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন আসন্ন নির্বাচনে। একই পরিবার, এক সঙ্গেই ওঠা-বসা। কার্যত এক ছাদের তলায় থাকা জায়েরা এবার ভোটের ময়দানে। আসন্ন পঞ্চায়েত ভোটে পৃথক তিন দলের হয়ে একই আসন থেকে লড়ছেন পুনম চক্রবর্তী, পর্ণা নাগ চক্রবর্তী ও কান্তা চক্রবর্তী।
advertisement
এই তিন প্রার্থীই সম্পর্কে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর মামি। আর সেকারণেই পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই এলাকায় রাজনীতির পারদ চড়ছে। শোনা যাচ্ছে, মিমির শুভেচ্ছা-বার্তা তিন মামির কাছেই পৌঁছেছে। তবে কোনও মামি জিতলে ভাগ্নি সবথেকে বেশি খুশি হবেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
advertisement
জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পান্ডাপাড়া ১৭/১৫৫ নম্বর বুথ থেকে প্রার্থী হয়েছেন এই তিন জা। একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে নেমেছেন। বড় জা কান্তা চক্রবর্তী কংগ্রেস প্রার্থী। মেজো জা পর্ণা নাগ চক্রবর্তী সিপিএমের হয়ে লড়ছেন আর ছোট জা পুনম চক্রবর্তী লড়ছেন ঘাসফুল প্রতীকে। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ মিটে গেছে আগেই, এবার প্রচারের তোড়জোড় শুরু করতে চলেছেন এই তিন প্রার্থী। তবে ভোটের লড়াইকে বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছেন না কেউই। তিনজনই বলছেন, রাজনৈতিক লড়াইটা যে প্রতীকেই হোক না কেন, সংসারে এবং সম্পর্কে তার দাগ লাগবে না।
Location :
Jalpaiguri,West Bengal
First Published :
June 19, 2023 2:32 PM IST