Shantanu Thakur Abhishek Banerjee: মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে মামলা শান্তনু ঠাকুরের! বিস্ফোরক অভিযোগ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Shantanu Thakur Abhishek Banerjee: মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া ঘিরে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু ঠাকুর।
কলকাতা : বনগাঁয় মতুয়া গোষ্ঠীর ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি নিয়ে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর! মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া ঘিরে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু ঠাকুর। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দায়ের হয়েছে মামলা।
অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাউকে না জানিয়ে মতুয়া মহা সংঘের মন্দিরের সামনে মিছিল করেন। তৃণমূলের দলবল নিয়ে ভিড় জমান মন্দিরে। শুধু তাই নয়, ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
advertisement
অভিযোগ, এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও সেটা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে ওই দিনের ঘটনায় মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে পাঁচটি FIR করেছে পুলিশ। বেশ কয়েকজন ভক্তকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
বিহিত চেয়ে বিচারপতি মান্থার এজলাসে মামলা দায়ের করলেন শান্তনু ঠাকুর। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। সম্ভবত আগামিকাল শুনানি বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 1:16 PM IST