Migratory Birds: এই চিড়িয়াখানায় এল পরিযায়ী হাঁসের প্রজাতি! দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা

Last Updated:

শীতের মরসুম আসতেই এই চিড়িয়াখানায় হাজির পরিযায়ী হাঁসের প্রজাতি।

+
পরিযায়ী

পরিযায়ী পাখি

তুফানগঞ্জ: জেলা কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা এলাকায় রয়েছে রসিকবিল মিনি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা জেলার একমাত্র চিড়িয়াখানা। তবে এই চিড়িয়াখানায় বিশেষত্ব হল, এখানে স্থলভূমিতে যেমন চিড়িয়াখানা রয়েছে, তেমনই জলাভূমিরও বেশ কিছুটা অংশ রয়েছে এই চিড়িয়াখানার মধ্যে। ফলে শীতের মরসুম আসতেই এই চিড়িয়াখানায় প্রচুর পরিযায়ী পাখিদের আগমন দেখতে পাওয়া যায়। একাধিক প্রজাতির পরিযায়ী পাখিরা এই চিড়িয়াখানার জলাভূমিতে থাকে দিনের বেশিরভাগ সময়। সন্ধ্যে হলেই তাঁরা উড়ে যায় আশেপাশে করা তাঁদের আস্তানার দিকে। ফলে প্রচুর পাখি প্রেমীদের আকর্ষণ করে পাখিদের এই আসা যাওয়ার বিষয়টি।
কোচবিহার ডিভিশনের বন-অধিকর্তা অসিতাভ চ্যাটার্জী জানান, “দীর্ঘ সময় ধরে এই চিড়িয়াখানা জেলা কোচবিহারের এক অন্যতম আকর্ষণ। বছরের বিভিন্ন সময়ের বহু পর্যটকদের আনাগোনা চোখে পড়ে এই চিড়িয়াখানার মধ্যে। ধীরে ধীরে জীববৈচিত্রের সংখ্যা বাড়ানো হয়েছে এই চিড়িয়াখানায়। ফলে পর্যটকদের আকর্ষণও বেড়েছে এই চিড়িয়াখানার প্রতি। তবে শীতের মরসুমে এই চিড়িয়াখানায় প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিদের আগমন ঘটে। যা সত্যিই দেখতে অনেকটা এই আকর্ষণীয় হয়ে উঠে পাখি প্রেমীদের কাছে। পর্যটকেরাও মনমুগ্ধ হয়ে এই দৃশ্য উপভোগ করে থাকেন চিড়িয়াখানার জলাভূমির পাশে দাঁড়িয়ে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “এই চিড়িয়াখানা স্থলভূমি ও জলাভূমি মিলিয়ে বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। জলাভূমি থাকার কারণে এই চিড়িয়াখানার মধ্যে শীতের মরশুমে একাধিক প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে।” জেলার এক পাখি প্রেমী সুবর্ণা নন্দী জানান, “এই চিড়িয়াখানার সৌন্দর্য বহু পর্যটকের আকর্ষণের কারণ। শীতের মরসুমে এই চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির টিয়া পাখি, হাঁস ও বাজপাখির বেশকিছু প্রজাতি দেখতে পাওয়া যায়। এই পাখিদের আনাগোনা পাখি প্রেমীদের কাছে অনেকটাই আকর্ষণের কারণ। তাইতো শীতের মরসুমে বহু পাখি প্রেমীরা দূর-দূরান্ত থেকে ঘুরতে আসেন এই মিনি চিড়িয়াখানায়।”
advertisement
ইতিমধ্যেই এই চিড়িয়াখানার জলাভূমিতে বেশ কিছু পরিযায়ী হাঁসের প্রজাতি এসে উপস্থিত হয়েছে। শীতের মাত্রা বাড়ার আগেই আরও বেশ কিছু প্রজাতির পাখি এখানে এসে উপস্থিত হবে। তখন এই এলাকায় পর্যটকদের আনাগোনা আরও অনেকটাই বেড়ে উঠবে। যদিও বর্তমান সময়েও বহু পর্যটক ঘুরতে আসছেন জেলা কোচবিহারের এই রসিকবিল মিনি চিড়িয়াখানায়।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Migratory Birds: এই চিড়িয়াখানায় এল পরিযায়ী হাঁসের প্রজাতি! দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement