Prafulla Chaki: দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দেওয়া প্রফুল্ল চাকীর উত্তরসূরিদের দিন কাটছে কুঁড়েঘরে চরম অনটনে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Prafulla Chaki: স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বীর শহিদ প্রফুল্ল চাকির রক্তের উত্তরসূরি আজ সমাজের অন্তরালে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে, চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন শহিদ প্রফুল্ল চাকির নাতনি চায়না চাকি। অর্থাহারে, এক কুঁড়ে ঘরে তাঁর দিন কাটছে।
সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর সৈনিক প্রফুল্ল চাকী প্রাতঃস্মরণীয়। তবে ওঁর উত্তরসূরির খোঁজ আমরা ক’জন রাখি! স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বীর শহিদ প্রফুল্ল চাকীর উত্তরসূরি আজ সমাজের অন্তরালে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে চরম দারিদ্রের সঙ্গে লড়াই করছেন শহিদ প্রফুল্ল চাকীর নাতনি চায়না চাকী। অর্থাহারে, এক কুঁড়েঘরে দিন কাটছে তাঁর। সঙ্গে রয়েছে তাঁর ছেলে।
এ বিষয়ে চায়না জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আর্থিক অনটনের মধ্যে রয়েছেন, তবু সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী সহায়তা মেলেনি। একসময় দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকী জীবন বিসর্জন দিয়েছেন, কিন্তু তাঁর উত্তরসূরিরা আজ অত্যন্ত অসহায় ভাবে বেঁচে আছেন। এই স্বাধীনতা সংগ্রামীর নিজের পরিবারটিকে বাঁচিয়ে রাখার স্বার্থে তৎকালীন বিগত সরকারের কাছে বহুবার চিঠি দিয়েছিলেন কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তাঁর আক্ষেপ, “সবাই প্রফুল্ল চাকীর কথা বলেন, কিন্তু আমরা তো তাঁরই আত্মীয়। আজ এই দুর্দশায় পড়েছি, কেউ খোঁজও নেয় না।”
advertisement
আরও পড়ুন : রেললাইনের ধারে ছেঁড়া নীল সুটকেসে কিশোরীর মৃতদেহ! ছুড়ে ফেলা হয়েছে চলন্ত ট্রেন থেকে? চাঞ্চল্য চরমে
স্থানীয় বাসিন্দারাও ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের আক্ষেপ, দেশের জন্য প্রাণ দিয়েছেন যাঁরা, তাঁদের পরিবারের অবস্থা লজ্জাজনক। এই ঘটনায় ফের সামনে এল স্বাধীনতা সংগ্রামীর উত্তরসূরিদের অবহেলার করুণ চিত্র। সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক। তাদের সমস্যা সমাধানে সরকার ও বিভিন্ন সংস্থার আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, তাদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা, এবং তাদের জন্য উপযুক্ত সহায়তা প্রদানের ব্যবস্থা করা উচিত। তবে, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। দেশের জন্য আত্মবিসর্জন দেওয়া পরিবারগুলো কি শুধুই ইতিহাসের পাতায় রয়ে যাবে? এখন দেখার বিষয় তাঁদের উত্তরসূরিরা আর কোনও সহযোগিতা পান কিনা!
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2025 6:24 PM IST
