Suitcase Body: রেললাইনের ধারে ছেঁড়া নীল সুটকেসে কিশোরীর মৃতদেহ! ছুড়ে ফেলা হয়েছে চলন্ত ট্রেন থেকে? চাঞ্চল্য চরমে

Last Updated:

Suitcase Body:পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই মহিলাকে অন্য কোথাও খুন করা হয়েছে৷ তার পর তাঁকে সুটকেসে ভরে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়৷

চন্দপুরা রেলসেতুর কাছে বুধবার ওই সুটকেস উদ্ধার হয়
চন্দপুরা রেলসেতুর কাছে বুধবার ওই সুটকেস উদ্ধার হয়
বেঙ্গালুরু : ফের সুটকেসে উদ্ধার নারীদেহ৷ এ বার চাঞ্চল্যকর ঘটনা বেঙ্গালুরুর৷ বুধবার শহরের এক রেলওয়ে ব্রিজের কাছে ছেঁড়া, পুরনো সুটকেসের ভিতর থেকে পাওয়া গেল এক মহিলার নিথর দেহ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, তাঁকে খুন করা হয়েছে৷ বেঙ্গালুরু শহর লাগোয়া চন্দপুরা রেলসেতুর কাছে বুধবার ওই সুটকেস উদ্ধার হয়৷ তদন্তকারীদের ধারণা, চলন্ত ট্রেন থেকে সুটকেসটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে৷
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই মহিলাকে অন্য কোথাও খুন করা হয়েছে৷ তার পর তাঁকে সুটকেসে ভরে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়৷ মৃতার নাম, বয়স এবং ঠিকানা জানার চেষ্টা চলছে৷ উদ্ধার হওয়া দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য৷ এই ঘটনার তদন্তে পুলিশের কাছে দায়ের করা হয়েছে এফআইআর৷
advertisement
আরও পড়ুন : এনকাউন্টারে খতম বড় মাওবাদী নেতা, ছত্তিশগড়ের জঙ্গলে ২৬ জন নিকেশ! চলছে অপারেশন
বেঙ্গালুরুর পুলিশ সুপার সি কে বাবা জানিয়েছেন, ‘‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি৷ মনে করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে নিথর দেহ ভর্তি সুটকেস ছু়ড়ে ফেলা হয়েছে৷ মৃতার বয়স আনুমানিক ১৮ বছর৷ সুটকেসে তাঁর দেহ ছাড়া অন্য কোনও জিনিস ছিল না৷ ফলে তাঁর পরিচয় এখনও অজ্ঞাত৷’’ এর আগে মার্চ মাসে এরকমই এক ঘটনায় ৩২ বছর বয়সি গৌরী অনিল সম্বেকরের দেহ উদ্ধার হয় বেঙ্গালুরুর হুলিমাভু এলাকায় এক বসতবাড়ি থেকে৷ তাঁর স্বামী রাকেশকে গ্রেফতার করা হয় পুণা থেকে৷ পরবর্তীতে তিনি গৌরীর বাবা মাকে ফোন করে অপরাধ স্বীকার করেন৷
advertisement
advertisement
সম্বেকর দম্পতি আদতে মহারাষ্ট্রের বাসিন্দা৷ তাঁরা বিয়ে করেছিলেন বছর দুয়েক আগে৷ পরবর্তীতে বেঙ্গালুরুতে থাকতে চলে আসেন৷ রাকেশ কাজ করতেন আইটি ফার্মে প্রজেক্ট ম্যানেজার হিসেবে৷ গৌরী সে সময় চাকরি খুঁজছিলেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Suitcase Body: রেললাইনের ধারে ছেঁড়া নীল সুটকেসে কিশোরীর মৃতদেহ! ছুড়ে ফেলা হয়েছে চলন্ত ট্রেন থেকে? চাঞ্চল্য চরমে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement