Chhattisgarh Encounter: এনকাউন্টারে খতম বড় মাওবাদী নেতা, ছত্তিশগড়ের জঙ্গলে ২৬ জন নিকেশ! চলছে অপারেশন

Last Updated:

গোয়েন্দা সূত্রে খবর পেয়েই মাদ ডিভিশনের আবুঝমাদ এলাকায় সিনিয়র মাওবাদী নেতার খোঁজে যৌথ অপারেশন চালায় চার জেলার পুলিশ৷ আবুজমাদ এবং ইন্দ্রবতী জাতীয় উদ্যানের জঙ্গলে একটানা চলে মাওবাদী বিরোধী অপারেশন৷

Basava Raju, top Maoist commander, killed in anti-Maoist operation.
Basava Raju, top Maoist commander, killed in anti-Maoist operation.
ছত্তিশগড়: ছত্তিশগড়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে৷ তবে এখানেই শেষ নয়! স্থানীয় প্রশাসন সূত্রের খবর, এই এনকাউন্টারে ২০০৩ সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর হত্যার চক্রান্ত করা আলিপিরি বোমা হামলার মূলচক্রী, মাওবাদীদের সুপ্রিম কম্যান্ডার তথা স্ট্র্যাটেজিস্ট নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজুরও মৃত্যু হয়েছে৷ ২০১৮ সালে গণপতি দায়িত্ব থেকে অবসর নেওয়ার পরে গোটা সিপিআই (মাওবাদী) সংগঠনের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন এই বাসব রাজু৷ গত ৫০ ঘণ্টারও উপর ধরে চলছে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে তাঁকেই খতম করা হয়েছে৷
গোয়েন্দা সূত্রে খবর পেয়েই ছত্তিশগড়ের মাদ ডিভিশনের আবুঝমাদ এলাকায় প্রবীণ তথা প্রথমসারির মাওবাদী নেতার খোঁজে যৌথ অপারেশন চালায় সে রাজ্যের চার জেলার পুলিশ৷ আবুজমাদ এবং ইন্দ্রবতী জাতীয় উদ্যানের জঙ্গলে একটানা চলে মাওবাদী বিরোধী অপারেশন৷
ছত্তিশগড়ের উপ মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের গৃহমন্ত্রী বিজয় শর্মা বলেন, ‘‘২৬ জনেরও বেশি মাওবাদীকে খতম করা হয়েছে৷ তার মধ্যে কিছু বড় মাপের নেতাও ছিল৷ পুলিশের এক সাপোর্টারও সংঘর্ষে মারা গিয়েছে৷ মাও সংঘর্ষে এক পুলিশকর্মী আহত হয়েছেন৷’’
advertisement
advertisement
গত সপ্তাহে, ছত্তিশগড়-তেলেঙ্গানার কারেগুট্টালু পাহাড়ে (কেজিএইচ) সবচেয়ে বড় অভিযান চালায় পুলিশ৷ নিহত হয় কমপক্ষে ৩১ জন মাওবাদী। ছত্তিশগড় পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) গত ২১ দিন ধরে ২১টি এনকাউন্টার করেছে৷ তারপর উদ্ধার হয়েছে ৩১ জন পোশাকধারী মাওবাদীর মৃতদেহ এবং ৩৫টি অস্ত্র৷ যার মধ্যে ১৬ জন মহিলা মাওবাদীও ছিল।
advertisement
advertisement
ছত্তিশগড়-তেলঙ্গানা সীমান্তে নকশালদের একটি দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচিত কারেগুট্টালু পাহাড়ে (কেজিএইচ) ২১ দিন ধরে সংঘটিত ২১টি এনকাউন্টারের পর এই অভিযান চালানো হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chhattisgarh Encounter: এনকাউন্টারে খতম বড় মাওবাদী নেতা, ছত্তিশগড়ের জঙ্গলে ২৬ জন নিকেশ! চলছে অপারেশন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement