Golden Dome of America: এবার কি বিরাট যুদ্ধের প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্পের? বানালেন 'গোল্ডেন ডোম'! কী কাজ এর? চিন, রাশিয়ার চোখও কপালে

Last Updated:
জানুয়ারিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসে ঢোকার পর পরই ট্রাম্প ঘোষণা করেছিলেন, তাঁর সরকার একটি ফিউচারিস্টিক ডিফেন্স সিস্টেম তৈরি করবে৷ সেই কথা রাখলেন ট্রাম্প৷
1/9
কথা রাখলেন ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকাবাসীর সুরক্ষায় এবার মহাকাশেও প্রহরা বসাতে চলেছেন তিনি৷ একেবারে ‘সোনায় মুড়ে’ দেওয়া হবে আমেরিকার আকাশ৷ সেই ‘গোল্ডেন ডোমে’র স্বপ্ন এবার বাস্তবায়িত করার কথা প্রকাশ্যে আনল মার্কিন প্রশাসন৷ তা-ও আবার আলোচনায় যখন ইজরায়েলের আয়রন ডোম বা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম৷
কথা রাখলেন ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকাবাসীর সুরক্ষায় এবার মহাকাশেও প্রহরা বসাতে চলেছেন তিনি৷ একেবারে ‘সোনায় মুড়ে’ দেওয়া হবে আমেরিকার আকাশ৷ সেই ‘গোল্ডেন ডোমে’র স্বপ্ন এবার বাস্তবায়িত করার কথা প্রকাশ্যে আনল মার্কিন প্রশাসন৷ তা-ও আবার আলোচনায় যখন ইজরায়েলের আয়রন ডোম বা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম৷
advertisement
2/9
ইজরায়েলের ‘আয়রন ডোমে’রই নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার এই ‘গোল্ডেন ডোম’৷ মঙ্গলবার সেই ‘গোল্ডেন ডোম’ নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনার নতুন বিবরণ প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ জানুয়ারিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসে ঢোকার পর পরই ট্রাম্প ঘোষণা করেছিলেন, তাঁর সরকার একটি ফিউচারিস্টিক ডিফেন্স সিস্টেম তৈরি করবে৷ সেই কথা রাখলেন ট্রাম্প৷
ইজরায়েলের ‘আয়রন ডোমে’রই নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার এই ‘গোল্ডেন ডোম’৷ মঙ্গলবার সেই ‘গোল্ডেন ডোম’ নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনার নতুন বিবরণ প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ জানুয়ারিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসে ঢোকার পর পরই ট্রাম্প ঘোষণা করেছিলেন, তাঁর সরকার একটি ফিউচারিস্টিক ডিফেন্স সিস্টেম তৈরি করবে৷ সেই কথা রাখলেন ট্রাম্প৷
advertisement
3/9
গোল্ডেন ডোম সিস্টেম কী?গোল্ডেন ডোম হল নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স সিস্টেম৷ সারফেস এবং এয়ার-ভিত্তিক ক্ষেপণাস্ত্র শিল্ড সিস্টেম যা একাধিক পর্যায়ে ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে, তাকে ট্র্যাক করতে এবং থামাতে পারবে৷ এএফপি
গোল্ডেন ডোম সিস্টেম কী?গোল্ডেন ডোম হল নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স সিস্টেম৷ সারফেস এবং এয়ার-ভিত্তিক ক্ষেপণাস্ত্র শিল্ড সিস্টেম যা একাধিক পর্যায়ে ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে, তাকে ট্র্যাক করতে এবং থামাতে পারবে৷
advertisement
4/9
শত্রু রাষ্ট্রের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ওড়ার আগেই সেগুলিকে ধ্বংস করবে এই গোল্ডেন ডোম৷ অথবা মাঝ আকাশেই টার্গেট করে ভেঙে উড়িয়ে দেবে।
শত্রু রাষ্ট্রের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ওড়ার আগেই সেগুলিকে ধ্বংস করবে এই গোল্ডেন ডোম৷ অথবা মাঝ আকাশেই টার্গেট করে ভেঙে উড়িয়ে দেবে।
advertisement
5/9
নতুন এই ডিফেন্স সিস্টেমকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাফল্য এবং এমনকি টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেৃ ট্রাম্প বলেন, ‘‘একবার এই গোল্ডেন ডোম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে, বিশ্বের অন্য প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে কিংবা মহাকাশ থেকে ছোড়া হলেও তাকে আটকে দিতে পারবে৷’’
নতুন এই ডিফেন্স সিস্টেমকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাফল্য এবং এমনকি টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেৃ ট্রাম্প বলেন, ‘‘একবার এই গোল্ডেন ডোম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে, বিশ্বের অন্য প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে কিংবা মহাকাশ থেকে ছোড়া হলেও তাকে আটকে দিতে পারবে৷’’
advertisement
6/9
গোল্ডেন ডোমের লক্ষ্য আরও বড়৷ ট্রাম্প বলেছেন যে এটি "এর মধ্যে থাকবে স্থল, সমুদ্র এবং আকাশ পথে মোকাবিলা করার নেক্সট জেনারেশনের প্রযুক্তি৷ যার মধ্যে রয়েছে মহাকাশ-ভিত্তিক সেন্সর এবং ইন্টারসেপ্টর।" এএফপি
গোল্ডেন ডোমের লক্ষ্য আরও বড়৷ ট্রাম্প বলেছেন যে এটি "এর মধ্যে থাকবে স্থল, সমুদ্র এবং আকাশ পথে মোকাবিলা করার নেক্সট জেনারেশনের প্রযুক্তি৷ যার মধ্যে রয়েছে মহাকাশ-ভিত্তিক সেন্সর এবং ইন্টারসেপ্টর।" 
advertisement
7/9
ট্রাম্পের পাশে দাঁড়িয়ে পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানিয়েছেন,  এর লক্ষ্য ‘ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, সেগুলি চালিত পারমাণবিক অস্ত্র, যাই হোক না কেন, তার থেকে স্বদেশকে রক্ষা করা।’ (ছবি ইজরায়েলের আয়রন ডোম)
ট্রাম্পের পাশে দাঁড়িয়ে পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, এর লক্ষ্য ‘ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, সেগুলি চালিত পারমাণবিক অস্ত্র, যাই হোক না কেন, তার থেকে স্বদেশকে রক্ষা করা।’ (ছবি ইজরায়েলের আয়রন ডোম)
advertisement
8/9
কত খরচ হবে? কংগ্রেসনাল বাজেট অফিসের অনুমান অনুসারে, এই ব্যবস্থার জন্য ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হবে। তবে, ট্রাম্প এখনও পর্যন্ত পরিকল্পনার জন্য প্রাথমিকভাবে ২৫ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছেন, যা তিনি বলেছেন যে শেষ পর্যন্ত মোট ব্যয় প্রায় ১৭৫ বিলিয়ন ডলার হতে পারে।
কত খরচ হবে? কংগ্রেসনাল বাজেট অফিসের অনুমান অনুসারে, এই ব্যবস্থার জন্য ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হবে। তবে, ট্রাম্প এখনও পর্যন্ত পরিকল্পনার জন্য প্রাথমিকভাবে ২৫ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছেন, যা তিনি বলেছেন যে শেষ পর্যন্ত মোট ব্যয় প্রায় ১৭৫ বিলিয়ন ডলার হতে পারে। (ছবি ইজরায়েলের আয়রন ডোম)
advertisement
9/9
চলতি মাসের শুরুতেই রাশিয়া এবং চিন গোল্ডেন ডোমের ভাবনাকে চূড়ান্ত ‘অস্থিতিশীল’ বলে সমালোচনা করেছে৷ বলেছে যে, এই গোল্ডেন ডোম মহাকাশকে ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত করার পরিস্থিতি তৈরি করছে।
চলতি মাসের শুরুতেই রাশিয়া এবং চিন গোল্ডেন ডোমের ভাবনাকে চূড়ান্ত ‘অস্থিতিশীল’ বলে সমালোচনা করেছে৷ বলেছে যে, এই গোল্ডেন ডোম মহাকাশকে ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত করার পরিস্থিতি তৈরি করছে। (ছবি ইজরায়েলের আয়রন ডোম)
advertisement
advertisement
advertisement