Coochbehar twin murder: শোকেসে কম্বলে মোড়া বাবার দেহ, সেপটিক ট্যাঙ্কে দাদার! কোচবিহারে হাড় হিম করা জোড়া হত্যাকাণ্ড

Last Updated:

ঘটনাস্থলে পুলিশ এসে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে কাউকে দেখতে পায়নি৷ আচমকাই পুলিশ কর্মীদের নজর যায় ঘরে রাখা একটি শোকেসের দিকে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
রাজেশ দাস, কোচবিহার: খুনের পর কম্বলে মুড়ে বাবার দেহ শোকেসে রাখল ছেলে৷ শুধু বাবা নয়, নিজের পিসতুতো দাদাকেও একই সঙ্গে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল যুবক৷ চাঞ্চল্যকর এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে কোচবিহারের কোতয়ালি থানার বৈশ্যপাড়া এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা৷ অভিযুক্ত প্রণব বৈশ্য পলাতক৷
জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম বাবলু বৈশ্য (৬৫)৷ আর একজন মৃতের নাম গোপাল রায়৷ স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে মাছ বিক্রেতা এসে ওই বাড়ির বাইরে রক্ত দেখে প্রতিবেশীদের জানান৷ এর পরেই কোতয়ালি থানায় খবর দেন প্রতিবেশীরা৷
advertisement
advertisement
ঘটনাস্থলে পুলিশ এসে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে কাউকে দেখতে পায়নি৷ আচমকাই পুলিশ কর্মীদের নজর যায় ঘরে রাখা একটি শোকেসের দিকে৷ শোকেস খুলতেই তার ভিতরে কম্বল মোড়া অবস্থায় বাবলু বৈশ্য নামে ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়৷ স্থানীয়দের থেকেই পুলিশ জানতে পারে, পলাতক গোপাল বৈশ্যর পিসতুতো দাদা প্রায় একমাস ধরে নিখোঁজ রয়েছেন৷ এর পরই পুলিশ বাড়ির চারপাশে তল্লাশি শুরু করে৷ তখনই বাড়ির একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে নিখোঁজ গোপাল রায়ের দেহ উদ্ধার করে৷
advertisement
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাবা বাবলু বৈশ্যর সঙ্গে ওই বাড়িতেই থাকত অভিযুক্ত প্রণব৷ কয়েক মাস আগে তাঁর মায়ের মৃত্যু হয়েছে৷ মাঝেমধ্যে ওই বাড়িতে আসতেন প্রণবের পিসতুতো দাদা গোপাল৷ কেন প্রণব বাবা এবং দাদাকে খুন করল, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তেও পাঠানো হয়েছে৷ কবে প্রণব বাবা এবং পিসতুতো দাদাকে খুন করেছে, ময়নাতদন্তের রিপোর্টেই তা স্পষ্ট হতে পারে৷ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar twin murder: শোকেসে কম্বলে মোড়া বাবার দেহ, সেপটিক ট্যাঙ্কে দাদার! কোচবিহারে হাড় হিম করা জোড়া হত্যাকাণ্ড
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement