Mamata Banerjee on North Bengal: উত্তরবঙ্গে 'ম্যান মেড বন্যা', অভিযোগ মমতার! ভুটান-সিকিমকে দায়ী করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ দিন হাসিমারা পৌঁছে তিনি এবং মুখ্যসচিব নাগরাকাটা যাবেন৷ আগামিকাল মিরিকে যাবেন তিনি৷

উত্তরবঙ্গে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
উত্তরবঙ্গে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিকে ম্যান মেড বা মানুষের তৈরি বিপর্যয় বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভুটান এবং সিকিম থেকে আসা জলেই বিপর্যয় নেমে এসেছে উত্তরবঙ্গে৷ তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকেও পাহাড়ের বিপর্যয়ের জন্য দায়ী করেছেন মুখ্যমন্ত্রী৷
শুধু উত্তরবঙ্গের বিপর্যয় নয়, অতিরিক্ত পরিমাণে জল ছেড়ে রাজ্যকে বিপদে ফেলার জন্য এ দিনও ফের একবার ডিভিসি-র বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মিরিক সহ উত্তরবঙ্গের বিপর্যয়ে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার৷ পাশাপাশি পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরিও দেবে রাজ্য সরকার৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ দিন হাসিমারা পৌঁছে তিনি এবং মুখ্যসচিব নাগরাকাটা যাবেন৷ আগামিকাল মিরিকে যাবেন তিনি৷ আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে রাজ্য সরকার ৪৫টি ভলভো বাসের ব্যবস্থাও করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ হোটেলগুলি যাতে আটকে পড়া পর্যটকদের থেকে টাকা না নেয়, সেই আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরশু দিন রাত থেকে আমরা টানা নজরদারি চালিয়েছি৷ উত্তরবঙ্গে পরশু দিন রাতে টানা ১২ ঘণ্টা বৃষ্টি হয়েছে৷ ভুটান, সিকিম থেকে জল এসে উত্তরবঙ্গকে ভাসিয়ে দিয়েছে৷ কতগুলি রাজ্যের জল আমরা সামলাবো? বিহারে, উত্তরপ্রদেশে বৃষ্টি হলে ফরাক্কা থেকে জল চলে আসছে গঙ্গায়৷ ডিভিসি ইচ্ছেমতো জল ছাড়ছে৷ ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছ৷ মাইথন, পাঞ্চেতে জল ধরার কোনও ক্ষমতা নেই৷ ভুটান সরকার দুঃখপ্রকাশ করেছে৷ আমরা ওদের বলেছিলাম ধীরে ধীরে জল ছাড়তে৷ মাটিগাড়া, মিরিক, জোরবাংলো, কালিম্পং ভেসে গিয়েছে৷’
advertisement
ভুটানের পাশাপাশি উত্তরবঙ্গের এই পরিস্থিতির জন্য সিকিমকেও দুষেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, সিকিমের পাহাড়ে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে বিদ্যুৎ বিক্রির করার জন্য৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘সিকিম ভর্তুকি পায়৷ সেই টাকায় মানুষের কাজ না করে ওরা শিলিগুড়িতে এসে ব্যবসা করছে৷ আমরা সব খবর রাখি৷’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee on North Bengal: উত্তরবঙ্গে 'ম্যান মেড বন্যা', অভিযোগ মমতার! ভুটান-সিকিমকে দায়ী করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement