Mamata Banerjee on North Bengal: উত্তরবঙ্গে 'ম্যান মেড বন্যা', অভিযোগ মমতার! ভুটান-সিকিমকে দায়ী করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ দিন হাসিমারা পৌঁছে তিনি এবং মুখ্যসচিব নাগরাকাটা যাবেন৷ আগামিকাল মিরিকে যাবেন তিনি৷

উত্তরবঙ্গে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
উত্তরবঙ্গে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিকে ম্যান মেড বা মানুষের তৈরি বিপর্যয় বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভুটান এবং সিকিম থেকে আসা জলেই বিপর্যয় নেমে এসেছে উত্তরবঙ্গে৷ তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকেও পাহাড়ের বিপর্যয়ের জন্য দায়ী করেছেন মুখ্যমন্ত্রী৷
শুধু উত্তরবঙ্গের বিপর্যয় নয়, অতিরিক্ত পরিমাণে জল ছেড়ে রাজ্যকে বিপদে ফেলার জন্য এ দিনও ফের একবার ডিভিসি-র বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মিরিক সহ উত্তরবঙ্গের বিপর্যয়ে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার৷ পাশাপাশি পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরিও দেবে রাজ্য সরকার৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ দিন হাসিমারা পৌঁছে তিনি এবং মুখ্যসচিব নাগরাকাটা যাবেন৷ আগামিকাল মিরিকে যাবেন তিনি৷ আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে রাজ্য সরকার ৪৫টি ভলভো বাসের ব্যবস্থাও করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ হোটেলগুলি যাতে আটকে পড়া পর্যটকদের থেকে টাকা না নেয়, সেই আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরশু দিন রাত থেকে আমরা টানা নজরদারি চালিয়েছি৷ উত্তরবঙ্গে পরশু দিন রাতে টানা ১২ ঘণ্টা বৃষ্টি হয়েছে৷ ভুটান, সিকিম থেকে জল এসে উত্তরবঙ্গকে ভাসিয়ে দিয়েছে৷ কতগুলি রাজ্যের জল আমরা সামলাবো? বিহারে, উত্তরপ্রদেশে বৃষ্টি হলে ফরাক্কা থেকে জল চলে আসছে গঙ্গায়৷ ডিভিসি ইচ্ছেমতো জল ছাড়ছে৷ ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছ৷ মাইথন, পাঞ্চেতে জল ধরার কোনও ক্ষমতা নেই৷ ভুটান সরকার দুঃখপ্রকাশ করেছে৷ আমরা ওদের বলেছিলাম ধীরে ধীরে জল ছাড়তে৷ মাটিগাড়া, মিরিক, জোরবাংলো, কালিম্পং ভেসে গিয়েছে৷’
advertisement
ভুটানের পাশাপাশি উত্তরবঙ্গের এই পরিস্থিতির জন্য সিকিমকেও দুষেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, সিকিমের পাহাড়ে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে বিদ্যুৎ বিক্রির করার জন্য৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘সিকিম ভর্তুকি পায়৷ সেই টাকায় মানুষের কাজ না করে ওরা শিলিগুড়িতে এসে ব্যবসা করছে৷ আমরা সব খবর রাখি৷’
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee on North Bengal: উত্তরবঙ্গে 'ম্যান মেড বন্যা', অভিযোগ মমতার! ভুটান-সিকিমকে দায়ী করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement