Mamata Banerjee on Civic Polls: দু' তিন মাসের মধ্যেই সব পুরসভায় ভোট, কর্ণজোড়ার বৈঠকে ফের দাবি মমতার

Last Updated:

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন৷ রাজ্যের বাকি পুরসভাগুলিতেও ধাপে ধাপে ভোট করিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন (Mamata Banerjee on Civic Polls)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#রায়গঞ্জ: দু' থেকে তিন মাসের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ পুরসভার বকেয়া ভোট সেরে ফেলা হবে৷ এ দিন কর্ণজোড়ায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Civic Polls)৷ পুর প্রশাসক হিসেবে যাঁরা রয়েছেন, তাঁদেরও ভাল করে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলছে (Civic Polls)৷ সোমবারই রাজ্য নির্বাচন কমিশনের তরফে হাইকোর্টকে জানানো হয়, মে মাসের মধ্যেই রাজ্যের সব পুরসভায় নির্বাচন শেষ করা হবে৷
advertisement
এ দিন উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় দুই দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুরভোট যা বাকি আছে আমরা দু' তিন মাসের মধ্যে করিয়ে ফেলব৷ তাড়াতাড়ি সব হয়ে যাবে৷ যাঁরা পুর প্রশাসক রয়েছেন, তাঁরা দায়িত্ব নিয়ে ভাল ভাবে কাজ করুন৷'
advertisement
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন৷ রাজ্যের বাকি পুরসভাগুলিতেও ধাপে ধাপে ভোট করিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন৷ যদিও একসঙ্গে সব পুরসভায় ভোটের দাবিতে সরব হয়েছে বিরোধীরা৷ এই দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছে বিজেপি৷
advertisement
যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে আদালতে জানানো হয়, সব পুরসভায় ভোট করানোর মতো পরিকাঠামো তাদের হাতে নেই৷ সব পুরসভায় একসঙ্গে ভোট করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম-ও নেই কমিশনের হাতে৷ পাশাপাশি করোনা পরিস্থিতিতে একশোর বেশি পুরসভায় ভোট করানো ঝুঁকিপূর্ণ বলেও আদালতে জানিয়েছে কমিশন৷ এ ছাড়াও উল্লেখ করা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা৷ কমিশন আরও যুক্তি দিয়েছে, একসঙ্গে একশোর বেশি পুরসভায় ভোট হলে গোটা রাজ্যেই উন্নয়নমূলক কাজকর্ম আদর্শ আচরণবিধির কারণে বন্ধ হয়ে যাবে৷
advertisement
প্রত্যাশিত ভাবেই মুখ্যমন্ত্রীর এ দিনের বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি৷ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর মন্তব্যকে 'তুঘলকি সিদ্ধান্ত' বলে কটাক্ষ করেছেন৷ রাজ্য নির্বাচন কমিশনকেও শাসক দলের 'শাখা সংগঠন' বলে বেঁধেন তিনি৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee on Civic Polls: দু' তিন মাসের মধ্যেই সব পুরসভায় ভোট, কর্ণজোড়ার বৈঠকে ফের দাবি মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement