হোম /খবর /কলকাতা /
রাজ্যপালের জন্যই হাওড়ায় পুরভোটে দেরি, তোপ বিমানের! পাল্টা জবাব দিলেন ধনখড়

Howrah Municipal Election: রাজ্যপালের জন্যই হাওড়ায় পুরভোটে দেরি, তোপ বিমানের! পাল্টা জবাব দিলেন ধনখড়

হাওড়ায় ভোট নিয়ে অধ্যক্ষ রাজ্যপাল সংঘাত৷

হাওড়ায় ভোট নিয়ে অধ্যক্ষ রাজ্যপাল সংঘাত৷

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট হওয়ার কথা৷ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পরিকল্পনা ছিল, কলকাতার সঙ্গেই হাওড়া পুরসভার ভোট করিয়ে নেওয়া হবে (Howrah Municipal Election)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) জন্যই হাওড়ায় (Howrah Municipal Election) পুরভোট করানো সম্ভব হল না৷ সোমবার সরাসরি এই অভিযোগ তুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার জন্য বিলে রাজ্যপাল সই করতে দেরি করার কারণেই হাওড়ায় ভোট করানো সম্ভব হচ্ছে না৷ পাল্টা বিধানসভার অধ্যক্ষকে আক্রমণ করেছেন রাজ্যপালও৷

বালি পুরসভাকে হাওড়া (Howrah) পুরনিগম থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার৷ এর জন্য গত ১৭ নভেম্বর বিধানসভায় পাশ হয় হাওড়া পুরসভা সংশোধনী বিল৷ সূত্রের খবর, বিল অনুমোদনের জন্য তিন বার তা রাজ ভবনে পাঠানো হলেও সই করেননি রাজ্যপাল৷ বরং বিল নিয়ে ১৮টি প্রশ্ন তুলে ট্যুইট করেন জগদীপ ধনখড়৷

আরও পড়ুন: 'অন্তত দশ ওয়ার্ডে জিততেই হবে', বাস্তব বুঝেই দলকে লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট হওয়ার কথা৷ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পরিকল্পনা ছিল, কলকাতার সঙ্গেই হাওড়া পুরসভার ভোট করিয়ে নেওয়া হবে৷ কিন্তু রাজ্যপাল বিলে সই না করায় হাওড়ায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হয়নি৷

এই প্রসঙ্গ তুলে বিধানসভার অধ্যক্ষ সোমবার বলেন, 'রাজ্যপালের দেরির জন্যই হাওড়ায় ভোট করানো সম্ভব হল না৷ রাষ্ট্রপতি যদি এক রাতের মধ্যে তিনটি কৃষি বিলে সই করতে পারেন তাহলে রাজ্যপালের কী উদ্দেশ্য নিয়ে এটাকে আটকে রেখেছেন?'

অধ্যক্ষের এই অভিযোগ অবশ্য মানতে চাননি রাজ্যপাল৷ তাঁর পাল্টা জবাব, 'অধ্যক্ষ মনে করেন বিধানসভায় উনিই শেষ কথা বলবেন৷ আর এই ভুলটাই উনি করেন৷ আমাদের সমন্বয় রেখে কাজ করা উচিত৷ যা হচ্ছে সেটা খুবই দুর্ভাগ্যজনক৷'

আরও পড়ুন: কলকাতায় চাই সবুজ-ঝড়, দুদিনেই 'গুরুদায়িত্ব' সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্যপালের সমর্থনের মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর দাবি, 'কী যুক্তিতে বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল, আর কেনই বা তাকে আলাদা করা হচ্ছে, রাজ্যপাল সেটাই রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন৷ তা জানিয়ে দিলেই বিষয়টির নিষ্পত্তি হয়ে যায়৷'রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের আবার পাল্টা দাবি, 'রাজ্যপালকে বলব রাজ ভবনের একটা নিজস্ব গরিমা আছে৷ আপনাকে হাতজোড় করে বলছি, দয়া করে বিজেপি-র কথায় কাজ করবেন না৷ বিজেপি কী বলল আর শুভেন্দু অধিকারী কী বলল, তা আপনার শোনা উচিত নয়৷'

সূত্রের খবর, হাওড়া পুরসভার সংশোধনী বিল নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের এক সিনিয়র মন্ত্রীর কথাও হয়৷ কিন্তু তার পরেও নিজের অবস্থানে অনড় থাকেন জগদীপ ধনখড়৷

এই পরিস্থিতিতে আজ ফের রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজ ভবনে তলব করেছেন জগদীপ ধনখড়৷ কলকাতা পুরভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কমিশনারের সঙ্গে আলোচনা চান রাজ্যপাল৷ পাশাপাশি, অন্যান্য পুরসভায় কবে ভোট হবে তা নিয়েও আলোচনা চান তিনি৷ এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে তিন বার নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Howrah, Jagdeep Dhankhar