Human Trafficking: আদর করে কোলে, তার পরই আসল কাজ হাসিল! সদ্যোজাত শিশুর সঙ্গে যা করলেন মহিলা, ভয়ঙ্কর ঘটনা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Maldah : হাসপাতাল চত্বরেই শিশুটিকে নিয়ে খেলা করছিলেন মনিরা বিবি মা। সেই সময় মায়ের কোল থেকে আদর করার নামে এক মহিলা শিশুটিকে কোলে নিয়ে নেয়। এরপর আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ উধাও হয়ে যায় ওই মহিলা। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন শিশুটির পরিবারের সদস্যরা।
মালদহ, জিএম মোমিন: মালদহে সরকারি হাসপাতাল থেকে ১০ দিনের বাচ্চা চুরি। চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের মোথাবাড়ি থানার বাঙিটোলায়।
জানা গিয়েছে, গত ১০ দিন আগে বাঙিটোলা গ্রামীন হাসপাতালে পঞ্চানন্দপুরের সুলতান্টোলা গ্রামের বাসিন্দা মনিরা বিবি পুত্র সন্তান জন্ম দেন। এরপর হাসপাতাল থেকে ছাড়া প্রায় দশ দিন পর সোমবার আবার সেই সদ্যোজাতকে নিয়ে বাঙিটোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে যান মনিরা বিবি এবং তাঁর মা।
হাসপাতাল চত্বরেই শিশুটিকে নিয়ে খেলা করছিলেন মনিরা বিবি মা। সেই সময় মায়ের কোল থেকে আদর করার নামে এক মহিলা শিশুটিকে কোলে নিয়ে নেয়। এরপর আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ উধাও হয়ে যায় ওই মহিলা। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন শিশুটির পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুন- নাচই তার ধ্যান জ্ঞান! তীব্র জেদেই তিনি আজ চা বাগানের নৃত্যশিল্পী
এর পর হইচই ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শিশুটির খোঁজে তল্লাশি শুরু করেছে। সিসিটিভি ফুটেছে ঘটনার স্পষ্ট চিত্র ধরা পড়েছে। এদিকে এই ঘটনার পর অভিযোগের ভিত্তিতে শিশুটির খোঁজে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Nov 24, 2025 10:20 PM IST









