Human Trafficking: আদর করে কোলে, তার পরই আসল কাজ হাসিল! সদ্যোজাত শিশুর সঙ্গে যা করলেন মহিলা, ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Maldah : হাসপাতাল চত্বরেই শিশুটিকে নিয়ে খেলা করছিলেন মনিরা বিবি মা। সেই সময় মায়ের কোল থেকে আদর করার নামে এক মহিলা শিশুটিকে কোলে নিয়ে নেয়। এরপর আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ উধাও হয়ে যায় ওই মহিলা। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন শিশুটির পরিবারের সদস্যরা।

বাঙিটোলা গ্রামীন হাসপাতাল
বাঙিটোলা গ্রামীন হাসপাতাল
মালদহ, জিএম মোমিন: মালদহে সরকারি হাসপাতাল থেকে ১০ দিনের বাচ্চা চুরি। চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের মোথাবাড়ি থানার বাঙিটোলায়।
জানা গিয়েছে, গত ১০ দিন আগে বাঙিটোলা গ্রামীন হাসপাতালে পঞ্চানন্দপুরের সুলতান্টোলা গ্রামের বাসিন্দা মনিরা বিবি পুত্র সন্তান জন্ম দেন। এরপর হাসপাতাল থেকে ছাড়া প্রায় দশ দিন পর সোমবার আবার সেই সদ্যোজাতকে নিয়ে বাঙিটোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে যান মনিরা বিবি এবং তাঁর মা।
হাসপাতাল চত্বরেই শিশুটিকে নিয়ে খেলা করছিলেন মনিরা বিবি মা। সেই সময় মায়ের কোল থেকে আদর করার নামে এক মহিলা শিশুটিকে কোলে নিয়ে নেয়। এরপর আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ উধাও হয়ে যায় ওই মহিলা। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন শিশুটির পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুন- নাচ‌ই তার ধ্যান জ্ঞান! তীব্র জেদেই তিনি আজ চা বাগানের নৃত্যশিল্পী
এর পর হইচই ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শিশুটির খোঁজে তল্লাশি শুরু করেছে। সিসিটিভি ফুটেছে ঘটনার স্পষ্ট চিত্র ধরা পড়েছে। এদিকে এই ঘটনার পর অভিযোগের ভিত্তিতে শিশুটির খোঁজে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Human Trafficking: আদর করে কোলে, তার পরই আসল কাজ হাসিল! সদ্যোজাত শিশুর সঙ্গে যা করলেন মহিলা, ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! তাঁর পাসপোর্ট 'অবৈধ' ঘোষণা করল কর্তৃপক্ষ
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! পাসপোর্ট 'অবৈধ'
  • এক ভারতীয় মহিলাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রাখা হয়, কারণ তাঁর পাসপোর্টকে অবৈধ বলা হয়.

  • চিনা কর্তৃপক্ষ দাবি করে, মহিলার জন্মস্থান অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ড, তাই তাঁর পাসপোর্ট গ্রহণযোগ্য নয়.

  • মহিলা অভিযোগ করেন, তাঁকে নতুন টিকিট কিনতে বাধ্য করা হয় এবং ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি শহর ছাড়েন.

VIEW MORE
advertisement
advertisement