Alipurduar News: নাচ‌ই তার ধ্যান জ্ঞান! তীব্র জেদেই তিনি আজ চা বাগানের নৃত্যশিল্পী

Last Updated:

ছোট থেকেই নাচ ধ্যান ও জ্ঞান জ্যোতির। এই নাচ তাকে দেখিয়েছে স্বনির্ভরতার পথ। চা বাগান এলাকায় নৃত্য শিক্ষক হিসেবেই পরিচিতি তাঁর।

+
জ‍্যোতি

জ‍্যোতি মন্ডল

বীরপাড়া, অনন্যা দে: ছোট থেকেই নাচ ধ্যান ও জ্ঞান জ্যোতির। এই নাচ তাকে দেখিয়েছে স্বনির্ভরতার পথ। চা বাগান এলাকায় নৃত্য শিক্ষক হিসেবেই পরিচিতি তাঁর। জ্যোতির স্বপ্নকে বাঁচিয়ে রাখতে নিজের গয়না বন্ধক রেখেছিলেন তাঁর মা। সেই অর্থে তিনি ছেলেকে নাচ শিখতে পাঠান গুজরাতে, কলকাতায় ৷
আলিপুরদুয়ারের বাসিন্দা ৩০ বছরের জ্যোতি মণ্ডল আজ কথ্থক নৃত্যের শিল্পী ৷ আর তাঁর ভালবাসার এই নাচই তাকে এনে দিয়েছে সুখ্যাতি। তাঁর নাচের নিখুঁত ঘূর্ণন মুগ্ধ হয়ে দেখে সকলে। এই সাফল্যে আবেগে ভাসছে শিল্পী ও তাঁর পরিবার ৷
advertisement
advertisement
আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বাসিন্দা জ্যোতি মণ্ডল ৷ এলাকায় পরিচিত দেবজ্যোতি হিসেবে ৷ বেশ কয়েক বছর হল হারিয়েছেন বাবাকে৷ স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরেছেন জ্যোতির মা বীণা মণ্ডল৷ একটি দোকান থেকে যা অর্থ আসে, তাই দিয়েই টেনেটুনে খরচা চালান সংসারের৷ জ্যোতির নাচের প্রতি ভালবাসা দেখে কখনও বাধা দেননি তাঁর মা ৷ বরং গয়না বন্ধক রাখতে হলেও ছেলেকে নাচ শেখানোর ক্ষেত্রে কার্পণ্য করেননি ৷
advertisement
কথক নৃত্যে আজ জ্যোতি এলাকায় এক পরিচিত মুখ৷ বর্তমানে তিনি বিন্নাগুড়ি আর্মি স্কুলে নৃত্যের শিক্ষক। বীরপাড়ায় তাঁর নিজস্ব ডান্স অ্যাকাডেমিও রয়েছে৷ জ্যোতি মণ্ডল জানান, “নাচ আমাকে পরিচয় দিয়েছে। কখনও হেরে যেতে দেয়নি। মনের মধ্যে ভাল নৃত্যশিল্পী হওয়ার জেদ তৈরি করেছে। দায়িত্ব নিতে শিখিয়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: নাচ‌ই তার ধ্যান জ্ঞান! তীব্র জেদেই তিনি আজ চা বাগানের নৃত্যশিল্পী
Next Article
advertisement
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! তাঁর পাসপোর্ট 'অবৈধ' ঘোষণা করল কর্তৃপক্ষ
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! পাসপোর্ট 'অবৈধ'
  • এক ভারতীয় মহিলাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রাখা হয়, কারণ তাঁর পাসপোর্টকে অবৈধ বলা হয়.

  • চিনা কর্তৃপক্ষ দাবি করে, মহিলার জন্মস্থান অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ড, তাই তাঁর পাসপোর্ট গ্রহণযোগ্য নয়.

  • মহিলা অভিযোগ করেন, তাঁকে নতুন টিকিট কিনতে বাধ্য করা হয় এবং ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি শহর ছাড়েন.

VIEW MORE
advertisement
advertisement