Malda Snakebite: সাপ ধরতে গিয়ে বিষধরের ছোবলে মৃত্যু যুবকের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Malda Snakebite: সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷
মালদা : মালদহের বিভিন্ন এলাকায় কারওর বাড়িতে বিষধর সাপ দেখা গেলেই ডাক পড়ত বঙ্কিম স্বর্ণকারের (৩০)। তাঁর বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর এলাকায়।
আরও পড়ুন : ফুলের গোছা হাতে ক্রেতার অপেক্ষায় কিশোর, কোজাগরীর আগে বৃষ্টিতে পণ্ড লক্ষ্মীলাভ
অন্যান্য দিনের মতো মঙ্গলবার পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকায় তিনি বিষধর গোখরো ধরতে যান। জানা গিয়েছে, সেখানে সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় ওই যুবকের।
advertisement
আরও পড়ুন : ভাঙা পায়ের যন্ত্রণা নিয়েই জঙ্গলে ঘুরছে দাঁতাল হাতি, বনদফতরের ভূমিকায় প্রশ্ন
শোভানগর, মিল্কি, পুখুরিয়া, আড়াইডাঙ্গা, মানিকচক-সহ বিভিন্ন এলাকায় কোনও বাড়িতে বিষধর সাপ দেখা গেলেই ফোন যেত বঙ্কিমের কাছে। দীর্ঘদিন ধরেই সাপ ধরার কাজ করতেন তিনি। ফোন পেয়ে হাতে স্টিক নিয়ে সাপ ধরতে ঘটনাস্থলে পৌঁছে যেতেন বঙ্কিম। তবে সাপ ধরার জন্য তার কোনও প্রশিক্ষণ ছিল কি না তা বলতে পারেননি কেউ। বিষধর সাপ ধরে তিনি গভীর জঙ্গলে ছেড়ে দিতেন বলে জানা গিয়েছে। সাপের কামড়ে ওই যুবকের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোভানগর এলাকায়।
advertisement
advertisement
( প্রতিবেদন : সেবক দেবশর্মা )
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2021 12:46 AM IST