ধূপগুড়ি (Dhupguri) বাজারে মৃৎশিল্পীরা লক্ষ্মীপ্রতিমা নিয়ে দোকান দিয়ে বসে রয়েছেন খদ্দেরের আশায়, কিন্তু ভারী বৃষ্টির কারণে মানুষেরা বাজারে আসতে পারছেন না। স্বাভাবিকভাবেই চিন্তিত ব্যবসায়ীরা। কোনও কোনও মৃৎশিল্পী এখনও পর্যন্ত একটি প্রতিমাও বিক্রি করতে পারেননি, আবার কেউ কেউ ২০০-৩০০ প্রতিমা বানিয়েও এখনও তার অর্ধেকও বিক্রি করতে পারেননি। বৃষ্টিভেজা রাস্তাতেই পদ্ম ফুলের পশরা হাতে নিয়ে ক্রেতার অপেক্ষায় অসহায় কিশোর ৷
আর এক মৃৎশিল্পীর কথায়, ‘‘ এ বার ভেবেছিলাম পুজোর বাজার জমে উঠবে। কিন্তু বৃষ্টির জন্য প্রতিমা বিক্রি হচ্ছে না বললেই চলে। যদি বুধবার সকালের মধ্যে বৃষ্টি কমে তাহলে হয়তো প্রতিমা বিক্রি হবে। আমি এবার ৩৫০ প্রতিমা বানিয়েছি, মাত্র ১০০ টি বিক্রি হয়েছে তার মধ্যে।যদি বৃষ্টি না কমে তাহলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।’’
(প্রতিবেদন-রকি চৌধুরী)