North Bengal news: চুরির প্রতিবাদ করতে গিয়ে ভিন রাজ্যে বলি মালদহের শ্রমিক
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
North Bengal news: মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের অভিযোগ, ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের কথা জানিয়েছিল খাইরুল। সেখানে কাজ করতে গিয়ে তাদের সন্দেহজনকভাবে হেনস্থা করা হচ্ছিল। এদিন রাতে সেখানে মোবাইল চুরির প্রতিবাদে সরব হয়েছিল। সেখানে চুরির ঘটনা জড়িত স্থানীয়রা তাকে খুন করে বলে অভিযোগ।
মালদহ, জিএম মোমিন: চুরির প্রতিবাদ করায় ভিন রাজ্যে খুন মালদহের পরিযায়ী শ্রমিক. ঘটনায় শোকের ছায়া পুরাতন মালদহের নিত্যানন্দপুরের দিলালপুর গ্রামে. পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম খাইরুল জামাল (৫৫). পরিবারের রয়েছে দুই মেয়ে বাবা-মা এবং এক প্রতিবন্ধী ভাই।
আর্থিক অনটনের কারণে গত পাঁচ মাস আগে ব্যাঙ্গালোরের মহেশ্বরী এলাকায় টাওয়ারের কাজে যায় খাইরুল. সেখানে টাওয়ার শ্রমিকদের জন্য রান্নার কাজ করতে সে. বুধবার পরিবারে খবর আসে খাইরুল মারা গেছে. পরে পরিবারের সদস্যরা জানতে পারেন তাকে খুন করা হয়েছে.
advertisement
advertisement
মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের অভিযোগ, ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের কথা জানিয়েছিল খাইরুল। সেখানে কাজ করতে গিয়ে তাদের সন্দেহজনকভাবে হেনস্থা করা হচ্ছিল। এদিন রাতে সেখানে মোবাইল চুরির প্রতিবাদে সরব হয়েছিল. সেখানে চুরির ঘটনা জড়িত স্থানীয়রা তাকে খুন করে বলে অভিযোগ।
advertisement
মৃত ওই পরিযায়ী শ্রমিকের ভাই আজিজুর হোসেন জানান, “ব্যাঙ্গালোরে টাওয়ারের কাজে গিয়েছিল দাদা খাইরুল. দাদা যেখানে কাজ করত সেখানে মঙ্গলবার রাতে একটি মোবাইল চুরির ঘটনা ঘটে. চুরির ঘটনায় দুষ্কৃতিদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল দাদা. এরপর সেখানে চুরির ঘটনায় জড়িতদের সঙ্গে সেখানকার স্থানীয়রা দাদাকে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ পরিবারের.”
এদিকে এই ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে এসে খোঁজখবর নেই পুলিশ. পরিবারের সদস্যরা পুলিশকে সমস্ত বিষয়ে জানায়. ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরিয়ে আনার তোড়জোড় শুরু করেছে জেলা প্রশাসন.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 26, 2025 12:58 AM IST










