আধুনিকতার দাপটেও অটুট! মাসে মোটা আয়, প্রাচীন বাদ্যযন্ত্র তৈরি করেই বাজিমাত শিল্পীর

Last Updated:

শ্রীখোল তৈরি করেই মাসে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করে রোজগারের পথ দেখাচ্ছেন কার্তিক দাস।

+
শ্রীখোল

শ্রীখোল তৈরি করছেন কার্তিক দাস।

মালদহ, জিএম মোমিন: আধুনিক প্রযুক্তির ফলে বিলুপ্তপ্রায় একাধিক পুরনো বাদ্যযন্ত্র। যান্ত্রিক বাদ্যযন্ত্রের দাপটে দিনকে দিন হারিয়ে যাচ্ছে হাতের তৈরি বাদ্যযন্ত্রের ব্যবহার। সেখানে দাঁড়িয়ে আধুনিকতার প্রভাব পড়েনি এই বাদ্যযন্ত্রে। ডিজিটাল যুগেও ব্যপক চাহিদা এই বাদ্যযন্ত্রের। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে হরিনাম সংকীর্তন সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠানে আজও ব্যবহার হয়ে আসছে শ্রীখোল।
এই শ্রীখোল তৈরি করেই মাসে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করে রোজগারের পথ দেখাচ্ছেন মালদহের কার্তিক দাস। নিজে এই শ্রীখোল বাদ্যযন্ত্র তৈরি এবং বিক্রি করছেন দোকানে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রীখোল কিনতে আসছেন অনেকে। শ্রীখোল বিক্রেতা কার্তিক দাস জানান, একটি উপযুক্ত আকারের কাঠ বা মাটির পাত্র দিয়ে তৈরি করা হয় এই শ্রীখোল।
advertisement
advertisement
নদীয়া থেকে শ্রীখোল তৈরির বিভিন্ন পাত্র এনে তার ওপর ছাগল বা গরুর চামড়া এবং সুতো ও চামড়ার ফিতে বেঁধে তৈরি করা হয় শ্রীখোল। একটি শ্রীখোলের দাম তিন থেকে আট হাজার টাকা। একটি শ্রীখোল তৈরি করতে প্রায় দুই থেকে তিন দিন সময় লাগে। অর্ডার অনুযায়ী শ্রীখোল তৈরি করা হয়। মাসে প্রায় ১৫ থেকে ১৬ টি শ্রীখোল তৈরি করে বিক্রি করি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ৩০ বছর ধরে দোকান করে এই বাদ্যযন্ত্র তৈরি করে বিক্রি করছেন মালদহের অমৃতি সিকান্দরপুর এলাকার বাসিন্দা কার্তিক ঘোষ। অন্যান্য বাদ্যযন্ত্রের চাহিদা কমলেও আজও ব্যাপক চাহিদা রয়েছে এই শ্রীখোলের। লোকসংস্কৃতি, হরিনাম সংকীর্তন ইত্যাদি সংগীত শিল্পীরা এই বাদ্যযন্ত্রের ব্যবহার করে থাকেন। তাই চাহিদা থাকায় আজও এই শ্রীখোল প্রস্তুতকারকদের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আধুনিকতার দাপটেও অটুট! মাসে মোটা আয়, প্রাচীন বাদ্যযন্ত্র তৈরি করেই বাজিমাত শিল্পীর
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement