Malda News: কী ভাবে হবে খুন, নিখুঁত পরিকল্পনায় ডাক পড়ে তার! মমতার 'প্রিয়' নেতা খুনে এবার পুলিশের জালে মাস্টারমাইন্ড!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Malda News: ঠিক কী কারণে পুলিশ স্বপন শর্মাকে গ্রেফতার করেছে এখনও জানা যায়নি।
মালদহ: নিখুঁত ছক কষতে পারদর্শী। অতীতের একাধিক খুন, বোমাবাজির ঘটনার মাস্টারমাইন্ড। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তবে দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ড ছিলেন। এখন তাকে অধিকাংশ সময়েই দেখা যেত জেলার বিভিন্ন প্রান্তের মন্দিরে মন্দিরে। মালদহে দুলাল সরকার খুনের ঘটনায় অতীতের সেই কুখ্যাত দুষ্কৃতি স্বপন শর্মার যোগ পেল পুলিশ। এমনকি ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে।খুনের ঘটনায় পাঁচ জনকে আগেই পুলিশ গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, মালদহ শহরে কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনার নিখুঁত ছক তার তৈরি। তার তৈরি ছকেই দুষ্কৃতি দুলাল সরকারকে প্রকাশ্যে গুলি করে ঘটনাস্থল থেকে পালাতে সফল হয়। যদিও তার আইনজীবীর মহম্মদ নাসির আলি বলেন, আগেই গ্রেফতার হওয়া অভিযুক্তদের বয়ানের ভিত্তিকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঠিক কী কারণে পুলিশ স্বপন শর্মাকে গ্রেফতার করেছে এখনও জানা যায়নি।
মালদহ শহরের বাসিন্দা স্বপন শর্মা। বাম আমলে একাধিক, খুন, বোমাবাজির ঘটনায় অভিযুক্ত। একাধিক মামলায় জেল বন্দি ছিলেন তিনি। বর্তমানে বয়স ৭০ পেরিয়েছে। বর্তমানে তিনি সাধু বেশে থাকতেন। জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান। এই বয়সে এসেও ফের পুরনো ছন্দে ফিরলেন তিনি। জেলার হেভিওয়েট নেতা খুনে পুলিশের তালিকায় উঠে আসল তার নাম। তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারির সঙ্গে স্বপন শর্মাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপর দুই জনকেই গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা সময়, তারপর ফের অচল হবে বাংলাদেশ? পালানোর পথ পাবেন না ইউনূস! কী ঘটতে চলেছে বাংলাদেশে?
advertisement
পুলিশ তদন্তে জানতে পেরেছে ৫০ লক্ষ টাকায় এই খুনের সুপারি দেওয়া হয়েছিল। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, অতীতে একাধিক খুন হামলার ঘটনার সঙ্গে জড়িত এই স্বপন শর্মা। আমাকেও খুনের চেষ্টা করেছিল। নরেন্দ্রনাথ তিওয়ারী ও স্বপন শর্মা মিলিত হয়ে এই খুনের ঘটনা ঘটিয়েছে। পুলিশ তদন্ত করছে।
advertisement
মাস্টারমাইন্ডের তালিকায় নরেন্দ্রনাথ তেওয়ারি ও স্বপন শর্মার নাম এখন পর্যন্ত উঠে এসেছে। যদিও নরেন্দ্রনাথ তেওয়ারি দাবি করেন এর পেছনে আরও বড় মাথা রয়েছে। এদিন পুলিশ দুই জনকে মালদহ জেলা আদালতে পেশ করে। আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
— হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2025 5:39 PM IST
