৪ দিন ধরে ফাঁকা বাড়িতে তাণ্ডব! প্রাক্তন সেনাকর্মীর বাড়ির জলের নলও নিয়ে পালাল চোরের দল, গয়না সহ প্রায় ৩০ লক্ষের জিনিস হাওয়া
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: প্রাক্তন সেনা কর্মী জানান, মেয়ে পড়াশোনার জন্য কলকাতায় রয়েছে। তাঁকে দেখাশোনার জন্য গত তিন মাস ধরে বাড়ির সদস্যরা কলকাতাতেই ছিলেন। এদিন হঠাৎ প্রতিবেশীদের ফোন মারফৎ জানতে পারেন তাঁদের বাড়িতে চুরি হয়েছে।
মালদহ, জিএম মোমিনঃ সোনা থেকে শুরু করে বাড়ির জল খাওয়ার নল, চোরেরা কিছুই ছাড়ল না! প্রায় ৪ দিন ধরে বাড়িতে আশ্রয় জমিয়ে তাণ্ডব চালানোর পর আনুমানিক ৩০ লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালাল দুষ্কৃতীরা। এক প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে এমনই দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মানিকচকের মধুপুর এলাকায়। তবে পালানোর আগেই চারজনের মধ্যে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন প্রতিবেশীরা।
জানা যাচ্ছে, ফাঁকা বাড়ির সুযোগে প্রায় ৪ দিন ধরে তাণ্ডব চালায় চোরের দল। তবে চুরি করে পালানোর আগে টোটোতে করে প্যাকিং করার সময় প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যান দু’জন। যদিও তার আগেই সোনা, কাঁসা সহ বাড়ির একাধিক নামিদামি জিনিস দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় চারজনের মধ্যে দু’জনকে ধরা গেলেও আরও দু’জন পলাতক বলে দাবি ওই প্রাক্তন সেনা কর্মীর পরিবারের।
advertisement
আরও পড়ুনঃ বাইকে করে যাওয়ার সময় গলায় আঘাত! ফের ‘ভিলেন’ সেই চিনা মাঞ্জা, আহত ক্যানিংয়ের যুবক
জানা গিয়েছে, বাড়ির মালিকের নাম নবাব আলী। পরিবারের অভিযোগ, বাড়ির মেয়ের বিয়ের জন্য রাখা প্রায় ১৪ ভরি সোনা ও চাঁদির গয়না, ইলেকট্রিক ইনভার্টার, পানীয় জলের মোটর, জলের নল সহ একাধিক কাঁসার সামগ্রী চুরি হয়েছে। বাড়ির মালিক তথা প্রাক্তন সেনা কর্মী নবাব আলী জানান, মেয়ে পড়াশোনার জন্য কলকাতায় রয়েছে। তাঁকে দেখাশোনার জন্য গত তিন মাস ধরে বাড়ির সদস্যরা কলকাতাতেই ছিলেন। এদিন হঠাৎ প্রতিবেশীদের ফোন মারফত জানতে পারেন তাঁদের বাড়িতে চুরি হয়েছে। দু’জনকে ধরা গেলেও আরও দুষ্কৃতী পলাতক। দুই দুষ্কৃতীকে আটকের পর পুলিশের আশ্বাস, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে দেওয়া হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে এলাকাবাসীরা জানান, বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে একটি পুলিশ ক্যাম্প। কিন্তু তা সত্ত্বেও এমন চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সক্রিয় থাকলে এই চুরির ঘটনা ঘটত না বলে দাবি স্থানীয়দের। চুরি কাণ্ডে অভিযুক্ত দুই দুষ্কৃতীকে আটকের পর ঘটনার তদন্ত শুরু করেছে মালদহের মানিকচক থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
October 14, 2025 5:54 PM IST