Malda News: সর্বনাশ! এই মালদহকে কেউ চেনে না! আম বাগানের টবের মধ্যে ওগুলো কী! মাথায় হাত পুলিশেরও! পুজোর আগেই আতঙ্কে মালদহের মানুষ
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: ধৃত সকলের বাড়ি কালিয়াচক থানার মোজামপুরের নারায়ণপুরে।
জিএম মোমিন, মালদহ: মালদহের কালিয়াচকে উদ্ধার প্রায় ৪০ কোটি টাকার ব্রাউন সুগার। পুলিশি অভিযানে গ্রেফতার তিন। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মালদহের কালিয়াচক থেকে তিন জনকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে মালদহের কালিয়াচক থানার ভোলাইচক পাকাকোট এলাকায় একটি আম বাগানে অভিযান চালায় পুলিশ। সেখানে প্রায় ৩৯ কেজি ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বরকত শেখ (৫০), রউফ শেখ (৪৫), হাসিবুর শেখ (৪২)। ধৃত সকলের বাড়ি কালিয়াচক থানার মোজামপুরের নারায়ণপুরে।
জানা গিয়েছে, ধৃতরা কালিয়াচকে ভোলাইচক পাকাকোট এলাকায় একটি আম বাগানে দুটি লাল রঙের টবে এই ব্রাউন সুগার মজুত করে রেখেছিল। সেখানে গোলাপগঞ্জ ফাঁড়ির আইসি-র নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালায়। এরপর সেখান থেকে প্রায় ৩৯ কেজি ব্রাউন সুগার সহ তাদের গ্রেফতার করে। উদ্ধারকৃত এই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
advertisement
advertisement
জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ভোলাইচক পাকাকোট এলাকায় একটি আম বাগানে গোলাপগঞ্জ ফাঁড়ির আইসি-র নেতৃত্বে কালিয়াচকে ভোলাইচক পাকাকোট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি আম বাগানে সাদা রঙের সুতির কাপড়ে মোড়ানো দুটি টবে যথাক্রমে ১৯ কেজি করে ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হয় তিনজনকে।
advertisement
মোট ৩৯ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তারা এই ব্রাউন সুগার তৈরি করছিল। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা। জড়িত অন্যান্য সদস্যদের নামও সামনে আসছে। একটি মামলাও রুজু করা হয়েছে। পুরোদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
September 24, 2025 3:43 PM IST