Malda News: সর্বনাশ! এই মালদহকে কেউ চেনে না! আম বাগানের টবের মধ্যে ওগুলো কী! মাথায় হাত পুলিশেরও! পুজোর আগেই আতঙ্কে মালদহের মানুষ

Last Updated:

Malda News: ধৃত সকলের বাড়ি কালিয়াচক থানার মোজামপুরের নারায়ণপুরে।

মালদহের গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ি
মালদহের গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ি
জিএম মোমিন, মালদহ: মালদহের কালিয়াচকে উদ্ধার প্রায় ৪০ কোটি টাকার ব্রাউন সুগার। পুলিশি অভিযানে গ্রেফতার তিন। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মালদহের কালিয়াচক থেকে তিন জনকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে মালদহের কালিয়াচক থানার ভোলাইচক পাকাকোট এলাকায় একটি আম বাগানে অভিযান চালায় পুলিশ। সেখানে প্রায় ৩৯ কেজি ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বরকত শেখ (৫০), রউফ শেখ (৪৫), হাসিবুর শেখ (৪২)। ধৃত সকলের বাড়ি কালিয়াচক থানার মোজামপুরের নারায়ণপুরে।
জানা গিয়েছে, ধৃতরা কালিয়াচকে ভোলাইচক পাকাকোট এলাকায় একটি আম বাগানে দুটি লাল রঙের টবে এই ব্রাউন সুগার মজুত করে রেখেছিল। সেখানে গোলাপগঞ্জ ফাঁড়ির আইসি-র নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালায়। এরপর সেখান থেকে প্রায় ৩৯ কেজি ব্রাউন সুগার সহ তাদের গ্রেফতার করে। উদ্ধারকৃত এই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
advertisement
advertisement
জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ভোলাইচক পাকাকোট এলাকায় একটি আম বাগানে গোলাপগঞ্জ ফাঁড়ির আইসি-র নেতৃত্বে কালিয়াচকে ভোলাইচক পাকাকোট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি আম বাগানে সাদা রঙের সুতির কাপড়ে মোড়ানো দুটি টবে যথাক্রমে ১৯ কেজি করে ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হয় তিনজনকে।
advertisement
মোট ৩৯ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তারা এই ব্রাউন সুগার তৈরি করছিল। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা। জড়িত অন্যান্য সদস্যদের নামও সামনে আসছে। একটি মামলাও রুজু করা হয়েছে। পুরোদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: সর্বনাশ! এই মালদহকে কেউ চেনে না! আম বাগানের টবের মধ্যে ওগুলো কী! মাথায় হাত পুলিশেরও! পুজোর আগেই আতঙ্কে মালদহের মানুষ
Next Article
advertisement
বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
  • কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

VIEW MORE
advertisement
advertisement