Maldah news: দেওরের হাতে খুন বৌদি! নিজেও আত্মহত্যার চেষ্টা, খুনের চেষ্টা দাদা ও মা-বাবাকেও, মালদহের ঘটনায হুলস্থূল
- Published by:Satabdi Adhikary
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
এদিকে কীভাবে মহদিপুর সহ আশেপাশের এলাকায় মাদকের রমরমা বাড়ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবিলম্বে মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয়রা।
মালদহ: নেশা করার টাকা চেয়ে না পাওয়ায় বৌদিকে কুপিয়ে খুন। বাবা ও মাকে চাকু মেরে নিজেও আত্মহত্যার চেষ্টা এক যুবকের। ঘটনায় বৌদির মৃত্যু হলেও বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার মহদিপুরের লিচুপাড়া এলাকায় ঘটনা।
জানা গিয়েছে, নিহতের নাম নাজিমা খাতুন। আহতরা হলেন ইসরাইল শেখ, তাঁর বাবা সিলু শেখ এবং মা মুজলেফা বিবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছিল অভিযুক্ত যুবক ইসরাইল শেখ। মাঝেমধ্যেই টাকা এবং দামি জিনিসপত্রের দাবিতে বাড়িতে অত্যাচার করত। আগেও এনিয়ে গোলমালের ঘটনা হয় বাড়িতে।
গত রবিবার রাতে টাকার দাবিতে বাড়িতে গন্ডগোল বাঁধায় সে। এরপর হঠাৎই মেজাজ হারিয়ে ইসরাইল শেখ তার বাবা-মা এবং বৌদিকে চাকু মেরে খুন করার চেষ্টা করে। শেষে নিজেও নিজের পেটেও চাকু মারে ওই যুবক।
advertisement
advertisement
আরও পড়ুন: চোর সন্দেহে নির্মম মার, আরও দুই মৃত্যু! গণপিটুনি রোগ এবার ঝাড়গ্রাম, তারকেশ্বরে
আহতদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা নাজিমা খাতুন নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে কীভাবে মহদিপুর সহ আশেপাশের এলাকায় মাদকের রমরমা বাড়ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবিলম্বে মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন: সোমবার থেকেই আইনকানুন বদলে যাচ্ছে দেশে, ব্রিটিশ আমলের বিধির বদলে এবার মোদি সরকারের নতুন ‘ক্রিমিনাল ল’
অভিযোগ, এলাকায় একাধিক আম ও লিচু বাগানে নির্জন এলাকায় প্রায়ই মাদকাসক্তদের ঠেক বসছে। এলাকার অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে এনিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।
নিহত মহিলার স্বামী তথা অভিযুক্ত যুবকের দাদা ইসমাইল শেখ বলেন, ‘‘ভাই মাঝেমধ্যেই টাকার জন্য বাড়িতে গোলমাল পাকাত। এর আগেও জোর করে দামি মোবাইলের জন্য টাকা আদায় করে। এদিন ফের নতুন করে টাকা দাবি করে। এরপরেই হামলা চালায়।’’
advertisement
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত যুবক একটু সুস্থ হলে তার সঙ্গে কথা বলবে পুলিশ। খুনের ঘটনায় আইনানুগ পদক্ষেপ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 01, 2024 1:23 PM IST