Malda News: ফলন বাড়বে কয়েকগুণ, বাড়বে মুনাফাও! কীভাবে? জেলায় এসে সেটাই জানিয়ে গেল কেন্দ্রীয় প্রতিনিধি দল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
কৃষকদের কথা মাথায় রেখে এবারে গ্রামে গ্রামে গিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ বিজ্ঞানীদের
মালদহ: শুধু আম নয়, নানা সবজি চাষের জন্যও বিখ্যাত মালদহ। তবে বর্তমানে কৃষকেরা অতিরিক্ত পরিমাণে রাসায়নিক ব্যবহারের ফলে ক্রমশ মার খাচ্ছে বিভিন্ন সবজি ফসলের ফলন। কীভাবে জেলার সবজি চাষের ফলন বৃদ্ধি করা যায়, পাশাপাশি কি করে কীটপতঙ্গের হাত থেকে সবজিকে রক্ষা করা যাবে, সেই নিয়ে বিশেষ পরামর্শ দিয়ে গেলেন কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের এক প্রতিনিধিদল। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করার ফলে জেলার বিভিন্ন ফসলের ফলন ক্রমশ কমছে, তাই বিজ্ঞানসম্মত উপায়ে আগামীতে কৃষিকাজ করার পরামর্শ সহ সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ করার পরামর্শ দিয়ে গেলেন কৃষি বিজ্ঞানীরা।
মালদা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলেন বিজ্ঞানীরা। মাঠে গিয়ে হাতে কলমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। শুধুমাত্র বিভিন্ন ফসল নয়, সঙ্গে জেলার আম চাষেরও আরও কীভাবে উন্নত করা যায় ও উৎপাদন বৃদ্ধি করা যায় সেই সমস্ত বিষয় নিয়েও জেলার বিভিন্ন আমবাগানগুলিতে ঘুরলেন কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের এই প্রতিনিধি দল।
advertisement
advertisement
কেন্দ্রীয় কৃষি সি.আই.এস.এইচ সংস্থার ডাইরেক্টর ডঃ টি দামোদরণ জানান, “বর্তমানে কৃষকরা বৈজ্ঞানিক উপায় না জানায় কৃষি কাজের ক্ষেত্রে লোকসানে পড়েন। কেন্দ্র সরকারের উদ্যোগে বিশেষ অভিযান চালান হচ্ছে জেলা জুড়ে। যেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা জেলার বিভিন্ন প্রান্তের গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের চাষের ক্ষেত্রে হাতে কলমে বিশেষ প্রশিক্ষণ দেবেন। পাশাপাশি কৃষি কাজের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা কীভাবে পাওয়া যায় সেই বিষয়ে অবগত করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলার অধিকাংশ এলাকা কৃষিকার্যের উপর নির্ভরশীল। শুধু আম বা লিচু চাষ নয়, সবজি চাষ করেও আর্থিক মুনাফা লাভ অর্জন করে থাকেন জেলার চাষিরা। তাই সরকারের এমন কর্মসূচি অনেকটাই সহায়ক হয়ে দাঁড়াবে কৃষকদের জন্য।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 2:57 PM IST
