হঠাৎ সামনে চিতা! এমন সময়ে এক ভুলেই বাড়তে পারে বিপদ! কী করতে হবে, বুঝিয়ে দিলেন বন কর্তারা

Last Updated:

চিতাবাঘের সামনে কি ধরনের আচরণ করলে বিপদ বেড়ে যায়, সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে শ্রমিকদের কাছে।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
মালবাজার, জলপাইগুড়ি, রকি চৌধূরী: ডুয়ার্সের চা-বাগানগুলিতে ক্রমেই বাড়ছে চিতাবাঘের উপদ্রব। যে কারণে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। চিতা বাঘের ভয়ে অনেকে কাজে যেতে ভয় পাচ্ছেন। সন্ধ্যের পর বাড়ি থেকেও বাইরে যেতে চাইছেন না অনেকে। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণ ও মানুষের সংঘাত রুখতে বন দফতরের বিশেষ উদ্যোগ।
চিতাবাঘের ভয় কাটাতে এবং এই বিষয়ে চা বাগান মহল্লার শ্রমিকদের সচেতন করতে একটি শিবিরের আয়োজন করা হয়েছিল। মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজা চা বাগানের পাকা লাইন এলাকায় এই বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করেন গোরুমারা বন্যপ্রাণ বিভাগের আধিকারিকেরা।
advertisement
advertisement
এই সচেতনতা শিবিরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। স্থানীয়দের বোঝানো হয়েছে, কিভাবে বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা যায়। এই সচেতনতা শিবিরে চিতা বাঘের আক্রমণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। চিতাবাঘের সামনে কি ধরনের আচরণ করলে বিপদ বেড়ে যায়, সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে শ্রমিকদের কাছে।
advertisement
উল্লেখ্য চা বাগান এলাকায় বিগত কয়েকদিন ধরেই চিতা বাঘের আতঙ্ক প্রকট হয়েছে এরই মাঝে বনদপ্তর এর পাতা খাঁচায় ধরা পড়েছে চিতা বাঘ যে কারণে খুব স্বাভাবিকভাবেই এই সচেতনতার শিবিরে অংশগ্রহণ করেছিলেন স্থানীয়রা। বন দফতর সূত্রে খবর, চিতাবাঘের আক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই উদ্যোগ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হঠাৎ সামনে চিতা! এমন সময়ে এক ভুলেই বাড়তে পারে বিপদ! কী করতে হবে, বুঝিয়ে দিলেন বন কর্তারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement