হঠাৎ সামনে চিতা! এমন সময়ে এক ভুলেই বাড়তে পারে বিপদ! কী করতে হবে, বুঝিয়ে দিলেন বন কর্তারা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
চিতাবাঘের সামনে কি ধরনের আচরণ করলে বিপদ বেড়ে যায়, সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে শ্রমিকদের কাছে।
মালবাজার, জলপাইগুড়ি, রকি চৌধূরী: ডুয়ার্সের চা-বাগানগুলিতে ক্রমেই বাড়ছে চিতাবাঘের উপদ্রব। যে কারণে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। চিতা বাঘের ভয়ে অনেকে কাজে যেতে ভয় পাচ্ছেন। সন্ধ্যের পর বাড়ি থেকেও বাইরে যেতে চাইছেন না অনেকে। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণ ও মানুষের সংঘাত রুখতে বন দফতরের বিশেষ উদ্যোগ।
চিতাবাঘের ভয় কাটাতে এবং এই বিষয়ে চা বাগান মহল্লার শ্রমিকদের সচেতন করতে একটি শিবিরের আয়োজন করা হয়েছিল। মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজা চা বাগানের পাকা লাইন এলাকায় এই বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করেন গোরুমারা বন্যপ্রাণ বিভাগের আধিকারিকেরা।
আরও পড়ুন : জলের দরে টম্যাটো-লঙ্কা বিক্রির যুগ শেষ! নতুন উদ্যোগে উত্তরবঙ্গের কৃষকদের ভাগ্য বদলে যাবে
advertisement
advertisement
এই সচেতনতা শিবিরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। স্থানীয়দের বোঝানো হয়েছে, কিভাবে বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা যায়। এই সচেতনতা শিবিরে চিতা বাঘের আক্রমণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। চিতাবাঘের সামনে কি ধরনের আচরণ করলে বিপদ বেড়ে যায়, সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে শ্রমিকদের কাছে।
advertisement
উল্লেখ্য চা বাগান এলাকায় বিগত কয়েকদিন ধরেই চিতা বাঘের আতঙ্ক প্রকট হয়েছে এরই মাঝে বনদপ্তর এর পাতা খাঁচায় ধরা পড়েছে চিতা বাঘ যে কারণে খুব স্বাভাবিকভাবেই এই সচেতনতার শিবিরে অংশগ্রহণ করেছিলেন স্থানীয়রা। বন দফতর সূত্রে খবর, চিতাবাঘের আক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই উদ্যোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 5:53 PM IST