জলের দরে টম্যাটো-লঙ্কা বিক্রির যুগ শেষ! নতুন উদ্যোগে উত্তরবঙ্গের কৃষকদের ভাগ্য বদলে যাবে

Last Updated:

সংরক্ষণের অভাবে ফসল নষ্ট হয়ে যেত। তাই জলের দরে বিক্রি করতে হত এইসব ফসল। কিন্তু আর তা করতে হবে না।

প্রকল্পের জন্য চিহ্নিত জমি।
প্রকল্পের জন্য চিহ্নিত জমি।
জলপাইগুড়ি, শান্তনু কর : উত্তরবঙ্গের কৃষকদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ। কৃষকদের স্বার্থে এই পদক্ষেপ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি। কৃষকরা যাতে উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, সেখান থেকে যেতে লাভের মুখ দেখতে পারেন, তার জন্য জলপাইগুড়ির বেরুবাড়ি এবং কোচবিহারের হলদিবাড়িতে তৈরি করা হবে আধুনিক বহুমুখী হিমঘর ও ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র।
এই প্রকল্প বাস্তবায়িত হলে টম্যাটো, কাঁচা লঙ্কার মতো অর্থকরী ফসল থেকে ভাল লাভ করতে পারবেন কৃষকরা। এতদিন সংরক্ষণের অভাবে ফসল নষ্ট হয়ে যেত তাই জলের দরে বিক্রি করতে হত এইসব ফসল। কিন্তু প্রকল্প বাস্তবায়িত হলে কৃষকদের আর জলের দরে ফসল বিক্রি করতে হবে না।
advertisement
advertisement
এসজেডিএ সূত্রে জানা গিয়েছে, বেরুবাড়ির ১০ একর জমিতে এই প্রকল্প তৈরি করা হবে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি টম্যাটো ও লঙ্কা উৎপাদন হয় এই এলাকায়। তাই স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন একটি হিমঘরের। এবার সেই দাবি পূরণ হতে চলেছে।
advertisement
এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগার জানিয়েছেন, কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে। ১২ বছর আগে এই জমিটি চিহ্নিত করা হয়েছিল। অবশেষে সেখানে বহুমুখী হিমঘর ও ফল প্রক্রিয়াকরণ শিল্প তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যার ফলে এলাকার চিত্রই বদলে যাবে।
advertisement
কৃষকরা বলছেন এতদিন পর্যন্ত ফলন ভালো হলেও সংরক্ষণের অভাবে জলের দলে ফসল বিক্রি করে দিতে হতো কিন্তু এই প্রকল্প তৈরি হয়ে গেলে স্বস্তি পাবেন কৃষকরা। লাভ রেখে তবেই ফসল বিক্রি করবেন তারা। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বাড়বে, তৈরি হবে নতুন কর্মসংস্থানও।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জলের দরে টম্যাটো-লঙ্কা বিক্রির যুগ শেষ! নতুন উদ্যোগে উত্তরবঙ্গের কৃষকদের ভাগ্য বদলে যাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement