Sevoke Accident|| অন্ধকারের বুক চিরে ছুটছিল গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল গভীর খাদে! সেবকে দুর্ঘটনায় মৃত্যু

Last Updated:

Sevoke Accident Death: সেবকের কাছে গণেশ ঝোড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কবলে পড়ে ছোট যাত্রীবাহী গাড়িটি। গণেশ ঝোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৬০-৭০ ফুট নিচে খাদে পড়ে যায়।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি। সেবকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত আরও এক। তিস্তার খাদে পড়ে যায় গাড়িটি। অন্ধকার থাকায় উদ্ধারকাজে সমস্যা হয়। দুর্ঘটনার জেরে রাস্তার দু'পাশে যানজট পরিস্থিতি তৈরি হয়ে যায় সকাল হতেই।
সেবকের কাছে গণেশ ঝোড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কবলে পড়ে ছোট যাত্রীবাহী গাড়িটি। গণেশ ঝোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৬০-৭০ ফুট নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মংপুং আউটপোস্টের ওসি হিমাদ্রি ডোগরা বিরাট পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। গাড়িতে চালক এবং খালাসি ছিল বলে প্রাথমিক সূত্রে পুলিশ জানতে পেরেছে। পুলিশ আধিকারিকদের পাশাপাশি স্থানীয় মানুষজন উদ্ধারকার্যে হাত লাগায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটায় অন্ধকার ছিল, যার জেরে উদ্ধারকার্য সমস্যায় পড়ে স্থানীয় প্রশাসন।
advertisement
আরও পড়ুন: 'অপরিণত' হাত, ঝুঁকি বাড়ছে দুর্ঘটনার, কী জানাচ্ছেন লালবাজার এফএসটিপি-র কর্তারা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেবক ব্রিজের কাছে তিস্তায় পড়ে যাওয়া গাড়ি উদ্ধার করার চেষ্টা করছে প্রশাসন। নিয়ে আসা হয়েছে ক্রেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল। উপস্থিত রয়েছেন বিশাল পুলিশবাহিনী। দুর্ঘটনার জেরে এ দিন রাস্তার দুই ধারে দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়। এই ঘটনার জেরে একজনের মৃত্যু ঘটে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sevoke Accident|| অন্ধকারের বুক চিরে ছুটছিল গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল গভীর খাদে! সেবকে দুর্ঘটনায় মৃত্যু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement