MadanMohan Bari Temple: ঘণ্টাধ্বনিতে ঐতিহ্য স্মরণ, রাজ আমলের প্রাচীন নিয়ম আজও পালিত কোচবিহারের মদনমোহন মন্দিরে

Last Updated:

MadanMohan Bari Temple: মন্দিরের প্রবেশের মূল গেটের বাঁদিকে রয়েছে একটি পেতলের বড় ঘণ্টা। ঘড়ি ধরে সময় মেনে প্রতি ঘণ্টায় এই ঘণ্টা বাজানোর রীতি রয়েছে।

+
মদনমোহন

মদনমোহন বাড়ি মন্দির

সার্থক পণ্ডিত, কোচবিহার: জেলা কোচবিহারের দীর্ঘ সময়ের প্রাচীন মন্দির মদনমোহন বাড়ি মন্দির। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের হাতে স্থাপন হয় এই মন্দির। তখন থেকে কোচ রাজবংশের কুলদেবতা মদনমোহনদেব প্রতিষ্ঠিত হন এই মন্দিরে। মন্দিরের সেই সূচনা সময় থেকেই এই মন্দিরে একটি বিশেষ নিয়ম রয়েছে। এই বিশেষ নিয়মটি সেই প্রাচীন সময় থেকে আজও মানা হচ্ছে একেবারে নিষ্ঠার সঙ্গে। মন্দিরের মূল প্রবেশদ্বারের বাঁদিকে রয়েছে একটি পিতলের বড় ঘণ্টা। ঘড়ি ধরে সময় মেনে প্রতি ঘণ্টায় এই ঘণ্টা বাজানোর রীতি রয়েছে।
কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি কৃষ্ণগোপাল ধারা জানান, “রাজ আমলের একদিক নিয়ম নীতি আজও একই রকম ভাবে মেনে আসা হচ্ছে মন্দিরে। এই নিয়মটিও সেই নিয়ম গুলির মধ্যেই রয়েছে। এখনোও সময় ধরে এই কাজটি করা হচ্ছে। এরজন্য আলাদা একজন কর্মীকে দায়িত্ব দেওয়া রয়েছে। আগামীতেও এই কাজ চলবে।”
জেলার এক ইতিহাস অনুসন্ধানী সুবীর সরকার জানান, “জেলার রাজ আমলের প্রতিষ্ঠিত এই মন্দির বর্তমানে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে রয়েছে। তবে সব নিয়ম রাজ আমল থেকে এখনোও মেনে আসা হচ্ছে একই রকম ভাবে।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “মন্দিরে প্রবেশের পরে হাতের বাঁদিকে, নহবত খানায় ওঠার সিঁড়ির পাশেই রয়েছে এই ঘণ্টা। যা আজও সময়ের জানান দিয়ে চলেছে সেই রাজ আমল থেকে। রাজ আমলের এত ঘনবসতি ছিল না। এছাড়া সেই সময়ে ঘড়ির ব্যবহার এত ছিল না। তাই সঠিক সময়ের জানান দিতেই এই ব্যবস্থা করা হয়েছিল মদনমোহন মন্দিরে। এখন যদিও ঘড়ি প্রায় সকলের হাতে হাতেই থাকে। তবুও এই ঘণ্টা বাজলে বহু মানুষের সঠিক সময়ের জ্ঞান হয়। তাই এই ঘণ্টার একটা আলাদা গুরুত্ব রয়েছে মদনমোহন বাড়ি মন্দিরে।”
advertisement
আরও পড়ুন : ‘শিল্পী কুণাল কামরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে’, একনাথ শিন্ডেকে নিয়ে করা কৌতুককাণ্ডে বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ
বর্তমান সময়েও বহু মানুষের সময়ের হুঁশ হয় এই ঘণ্টার আওয়াজে। মন্দিরে আসা ভক্তদের আজও সঠিক সময়ের জানান দিয়ে আসছে এই রাজ আমলের ঘণ্টা। তাই দীর্ঘ সময় ধরে চলা এই নিয়ম আজও পালন করা হচ্ছে দেবোত্তর ট্রাস্টের পক্ষ থেকে। আগামীদিনেও প্রাচীন এই ঐতিহ্য বজায় রাখা হবে। এমনটাই জানানো হয়েছে কোচবিহার দেবোত্তর ট্রাস্টের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
MadanMohan Bari Temple: ঘণ্টাধ্বনিতে ঐতিহ্য স্মরণ, রাজ আমলের প্রাচীন নিয়ম আজও পালিত কোচবিহারের মদনমোহন মন্দিরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement