Love: যুবতীর সঙ্গে উত্তাল প্রেম! পাঁশকুড়া থেকে মাথাভাঙা পৌঁছল প্রেমিকা! তারপর যা ঘটল তোলপাড়
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Love Relation: কোচবিহারের মাথাভাঙার নিবাসী এক যুবতীর প্রেমের টানে পাঁশকুড়া এলাকার এক যুবতী ছাড়লেন নিজের ঘর। নিজের ঘর ছেড়ে সটান এসে উঠলেন মাথাভাঙা মহকুমা এলাকা নিবাসী মেয়ের বাড়িতে। ঘটনায় রীতিমতো ভিড় জমে যায় যুবতীর বাড়ির সামনে।
মাথাভাঙা: প্রেমের টানে প্রায়শই ধর্ণা দিতে দেখা যায় বহু প্রেমিক ও প্রেমিকাকে। কোথাও প্রেমিকার টানে প্রেমিক। কোথাও বাবার প্রেমিকের টানে প্রেমিকাকে ধর্ণায় বসেন। ধর্ণার পরে পাড়া-পড়শির চাপে কিংবা লোক লোকজ্জার ভয়ে কিছুক্ষেত্রে মিলন হয় চার হাতের। আবার কোথাও পাকাপাকি বিচ্ছেদের ঘটনাও ঘটে। তবে এবারে একেবারে অবাক করা ঘটনা ঘটল মাথাভাঙা মহকুমা এলাকায়। কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমা নিবাসী এক যুবতীর প্রেমের টানে ঘর ছাড়লেন পাঁশকুড়ার আর এক যুবতী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “কোচবিহারের মাথাভাঙার নিবাসী এক যুবতীর প্রেমের টানে পাঁশকুড়া এলাকার এক যুবতী ছাড়লেন নিজের ঘর। নিজের ঘর ছেড়ে সটান এসে উঠলেন মাথাভাঙা মহকুমা এলাকা নিবাসী মেয়ের বাড়িতে। এই খবর ছড়িয়ে পড়তে রীতিমতো ভিড় জমে যায় গোটা যুবতীর বাড়ির সামনে। সমকামী প্রেমের এই ঘটনা দেখে রীতিমতো অবাক এলাকার মানুষ। তবে পাঁশকুড়া এলাকার ওই যুবতী মাথাভাঙার যুবতীকে নিয়ে যেতে তাঁর বাড়িতে হাজির হয়েছেন। তারপর বাড়ির লোকের খবর পাঠান মাথাভাঙা থানায়। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ এসে সেই দুই যুবতীকে থানায় নিয়ে যায়। যদিও দুই যুবতীর দাবি তাঁরা দু’জনেই একসঙ্গে থাকতে চান এবং তাঁরা একে অপরকে অনেকটা ভালবাসেন।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাজারে বাজারে পদ্মার ইলিশের বন্যা, মধ্যবিত্তের মুখেও চওড়া হাসি, শহর-শহরতলিতে কত টাকা কিলোয় বিকোচ্ছে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, “মাথাভাঙার নিবাসী যুবতী আগেও একবার পালিয়ে পাঁশকুড়ার ওই যুবতীর বাড়িতে গিয়ে বেশ কয়েকদিন কাটিয়ে এসেছেন। যদিও পরে মাথাভাঙার যুবতীর বাড়ির লোকজন তাঁকে জোর করে নিয়ে আসেন বাড়িতে। এরপর মোবাইল ফোন ভেঙে দেন বাড়ির সদস্যরা, যাতে পাঁশকুড়ার যুবতী সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সম্পূর্ণ। তবে পাঁশকুড়ার ওই যুবতী এবারে মাথাভাঙার যুবতীকে নিয়ে যেতে হাজির হন তাঁর বাড়িতে।” তবে জেলায় এই ধরনের চিত্র খুবই কমই দেখা গিয়েছে। তাই সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2024 2:40 PM IST

