Rail: পুজোর মুখেই পদাতিক এক্সপ্রেসের সময় বদল! উত্তরবঙ্গগামী অন্যান্য ট্রেনেরও সময় পরিবর্তন, রইল নয়া টাইমটেবিল
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rail: দার্জিলিং মেল না পেলে পদাতিক এক্সপ্রেস। বাঙালির পছন্দের তালিকায় এই ট্রেন রয়েছে। পাহাড় বা জঙ্গল বেড়াতে গেলে এই ট্রেন সবসময়ের জন্য পছন্দের। সেই ট্রেনের গতিপথ বাড়তে চলেছে। এই ট্রেন এবার দৌড়বে ইলেকট্রিক ইঞ্জিনে।
advertisement
*আপ পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে সকাল ৯ঃ১৫ মিনিটে ঢুকে ৯ঃ৩০ মিনিটে ছাড়ত। একই সময়ে ঢুকলেও এখন থেকে পাঁচ মিনিট আগে ৯ঃ২৫ মিনিটে ঢুকবে। এরপর জলপাইগুড়ি রোড থেকে ১০ঃ০৮, মাথাভাঙা থেকে ১১ঃ০১ এবং নিউ কোচবিহার থেকে ১১ঃ৩২ মিনিটে ছাড়বে। প্রতিটি স্টেশনেই ট্রেনের সময় কয়েক মিনিট করে এগিয়ে এসেছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে, ১২৩৭৭/১২৩৭৮ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস সম্পূর্ণ বৈদ্যুতিক সংযোগে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত চলবে। ২২৫০৪/২২৫০৩ ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের ট্র্যাকশন পরিবর্তন নিউ কুচবিহার এবং ১৫৬২০/১৫৬১৯ কামাখ্যা-গয়া-কামাখ্যা এক্সপ্রেসের ট্র্যাকশন পরিবর্তন নিউ বঙাইগাঁও হবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*১৫৬১৯ গয়া–কামাখ্যা এক্সপ্রেস (যাত্রা শুরু ০১.১০.২০২৪ থেকে) স্টেশন আগের সময় (আগমন/প্রস্থান) নতুন সময় (আগমন/প্রস্থান) নিউ আলিপুরদুয়ার ০৫:৫৫ / ০৬:০০, ০৫:৪৫ / ০৫:৫০। কোকরাঝাড় ০৬:৫৮ / ০৭:০০, ০৬:৪৫ / ০৬:৪৭। উক্ত ট্রেনগুলির অন্যান্য স্টেশনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে রেল। সংগৃহীত ছবি।






