Ilish or Hilsa Price: বাজারে বাজারে পদ্মার ইলিশের বন্যা, মধ্যবিত্তের মুখেও চওড়া হাসি, শহর-শহরতলিতে কত টাকা কিলোয় বিকোচ্ছে?
- Reported by:Debashish Chakraborty
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Ilish or Hilsa: পাইকারি মাছ বাজারে এসে পৌঁছল পদ্মার রুপালি শস্য। শুক্রবার প্রথমদিনই বাজারে ইলিশের চাহিদা তুঙ্গে। ইলিশগুলি ভারতে এসেছে তার ওজন এক কেজির বেশি। বাংলাদেশি ইলিশ মিলবে বঙ্গের বাজারগুলিতে।
advertisement
advertisement
*মানিকতলা বাজারে আজকে গড়ে ৫০০ কেজি বাংলাদেশি ইলিশ ঢুকেছে। ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ১২০০ টাকা কেজি। ১ কেজি ওজনের ইলিশ ১৫০০ টাকা কেজি। ১ কেজি ২৫০ কেজি ওজনের মাছ ১৮০০ টাকা কেজি। দেড় কিলো ওজনের মাছ ২০০০-২২০০ টাকা কেজি। আপাতত এই দামে বিক্রি করা হচ্ছে। বেলা বারোটার পরে নতুন দাম নির্ধারিত হতে পারে অবস্থা বুঝে, জানিয়েছে বাজার কর্তৃপক্ষ।
advertisement
advertisement
*উমা আসার আগেই ভারতে এল বাংলাদেশের রূপোলি শস্য। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতেই, ইলিশ রফতানি বন্ধ করার ঘোষণা করা হয়েছিল, সেই নির্দেশের নামার বদল ঘটিয়ে পুজোর আগেই বঙ্গে চলে এসেছে পদ্মার ইলিশ। ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে আপাতত দুটি ট্রাকে প্রায় ৭ টন রুপোলি শস্য পদ্মার ইলিশ পৌঁছে গিয়েছে ভারতে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement







