Lottery: ১৫০ টাকার ১ টিকিটেই কোটিপতি...! কোন সিরিজের লটারির টিকিট কিনলেন যুবক? রাতারাতি ১৮০ ডিগ্রি ঘুরল ভাগ্যের চাকা
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Lottery: মাত্র দেড়শ টাকার লটারি টিকিট কিনেছিল যুবক। আর তাতেই রাতারাতি পরিবর্তন হল যুবকের ভাগ্য। ঠিক কী ভাবে ঘুরল ভাগ্য? শুনলে হা হয়ে যাবেন। অরিন্দম মল্লিক নামের ওই যুবক লটারির টিকিট কেটেই হয়ে গেলেন কোটিপতি। এক কোটি টাকা পেয়ে রীতিমত খুশি যুবক ও যুবকের গোটা পরিবার।
হলদিবাড়ি: জেলা কোচবিহারের হলদিবাড়ি এলাকার পার্শ্ববর্তী ঘুঘুডাঙা বাজার। এই এলাকার এক যুবক আচমকাই সটান গিয়ে হাজির মানিকগঞ্জ পুলিশের কাছে। এরপরই প্রকাশ্যে আসে গোটা বিষয়। মাত্র দেড়শ টাকার লটারি টিকিট কিনেছিল যুবক। আর তাতেই রাতারাতি পরিবর্তন হল যুবকের ভাগ্য। ঠিক কী ভাবে ঘুরল ভাগ্য? শুনলে হা হয়ে যাবেন। অরিন্দম মল্লিক নামের ওই যুবক লটারির টিকিট কেটেই হয়ে গেলেন কোটিপতি। এক কোটি টাকা পেয়ে রীতিমত খুশি যুবক ও যুবকের গোটা পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “ঘুঘুডাঙ্গা বাজারের লক্ষণ সরকার নামে এক লটারি বিক্রেতার কাছ থেকে লটারি কিনেছিল যুবক। ২৫ সিরিজের একটি নম্বর কেনে ওই যুবক। সেই লটারির মধ্য থেকে 85E 63204 নম্বরে শেষমেশ এক কোটি টাকার পুরস্কার পান তিনি। বাকি ২৪ টি নম্বরে আরও ২৪ হাজার টাকা পুরস্কার পান তিনি।
advertisement
advertisement
এদিন লটারি পাওয়ার পর মানিকগঞ্জ পুলিশের দ্বারস্থ হয় ওই যুবক। অরিন্দম জানান, “দীর্ঘ সময় ধরে টিকিট কাটেন তিনি। আগে ছোট ছোট বেশ কয়েকটি টাকা জিতেছেন তিনি। তবে এই প্রথম তিনি এত বড় পুরষ্কার জিতেছেন। ফলে তিনি ও তাঁর পরিবার অনেকটাই খুশি। এই টাকা দিয়ে বেশ কিছু কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। তবে তিনি এত টাকা পেয়ে অন্য কোনও চিন্তা না করে সোজা পুলিশের দ্বারস্থ হন। এখন লটারিতে পাওয়া টাকা হাতে পাওয়ার জন্য তাঁকে জেতে হবে কলকাতা।”
advertisement
এই লটারি জয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে এক আলাদা খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, লটারি বিক্রেতা লক্ষণ সরকারের কাছে লটারি কিনতে ভিড় জমান আরও বহু মানুষ। এই লটারি জয়ের কারণে লটারি ক্রেতাদের কাছে বিক্রেতা লক্ষণ সরকারের কদর বেড়েছে অনেকটাই।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 9:36 PM IST