Lok Sabha Election 2024: আবারও একটা ভোট পায়ে হেঁটে নদী পার করে দিতে যেতে হল! সেতু কি আদৌ হবে না?

Last Updated:

Lok Sabha Election 2024: বর্ষার সময় নেওরা নদী জলে টইটুম্বুর থাকায় ওই এলাকার লোকজনকে মালবাজার হয়ে ঘুর পথে যাতায়াত করতে হয়। গত পঞ্চায়েত ভোটেও ওই সমস্ত এলাকার লোকজন মালবাজার হয়ে ঘুরপথে গাড়িতে এসে ছাওয়াফেলি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন

+
নদীতে

নদীতে হাঁটছেন ভোটাররা

জলপাইগুড়ি: আরো একটা ভোট হয়ে গেল। এবারেও পায়ে হেঁটে নেওরা নদী পেরিয়ে ভোট দিতে গেলেন মেটেলি ব্লকের ছাওয়াফেলি নদীর পাড়ে গড়ে ওঠা এলাকার বাসিন্দারা। ভোট আসে, ভোট যায় কিন্তু এখানে নদীর উপর আর সেতু তৈরি হয় না। ফলে পায়ে হেঁটেই নদী পার হওয়াটা যেন ভবিতব্য হয়ে উঠেছে অসহায় মানুষগুলোর।
মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাওয়াফেলি এলাকার একপাশে রয়েছে লাটাগুড়ি বনাঞ্চল, অন্যপাশে নেওরা নদী। নেওরা নদীর পাড়ে প্রায় ৫০টি পরিবারের বসবাস। ভোটার সংখ্যা ১৩৫ জন। প্রতি ভোটেই তাঁরা নেওরা নদী পেরিয়ে অন্য পাশে থাকা ছাওয়াফেলি প্রাথমিক বিদ্যালয়ে যান ভোট দিতে।
advertisement
advertisement
বর্ষার সময় নেওরা নদী জলে টইটুম্বুর থাকায় ওই এলাকার লোকজনকে মালবাজার হয়ে ঘুর পথে যাতায়াত করতে হয়। গত পঞ্চায়েত ভোটেও ওই সমস্ত এলাকার লোকজন মালবাজার হয়ে ঘুরপথে গাড়িতে এসে ছাওয়াফেলি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন। কিন্তু এবছর নেওরা নদীতে জল কম থাকায় নদী পেরিয়েই তাঁরা এসে ভোট দিতে গিয়েছেন। ছাওয়াফেলি নদীর পাড় এলাকার বাসিন্দা বিক্রম খেরিয়া বলেন, নেওরা নদীর পাড়ে আমাদের বাড়ি। কিন্তু ভোট দিতে যেতে হয় নদী পার করে ছাওয়াফেলি প্রাথমিক বিদ্যালয়ে। এখন নদীতে জল কম থাকায় নদী পারাপারের সমস্যা হয় না। কিন্তু বর্ষায় সমস্যায় পড়তে হয়। এখানকার মানুষের একটাই আরজি, নদীর উপর পারাপারের জন্য একটি সেতু তৈরি করে দেওয়া হোক।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: আবারও একটা ভোট পায়ে হেঁটে নদী পার করে দিতে যেতে হল! সেতু কি আদৌ হবে না?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement