Lok Sabha Election 2024: বাংলার নির্বাচনে এই প্রথম ওয়াটার প্রুফ ব্যাগ পেলেন ভোটকর্মীরা, আগে উত্তরাখণ্ডে ব্যবহার হয়েছিল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Lok Sabha Election 2024: বক্সা পাহাড়ের ভোট গ্রহণ কেন্দ্রে এই ওয়াটার প্রুফ ব্যাগে করে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় মেশিন পাঠানো হয়েছে
আলিপুরদুয়ার: পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডের নির্বাচনে প্রথম ব্যবহার করা হয়েছিল ওয়াটারপ্রুফ ভিভি প্যাট ব্যাগ। পাহাড়ি এলাকার হঠাৎ বৃষ্টি বা ঝরনার জলে যাতে ভোট গ্রহণের দরকারি মেশিনের ক্ষতি না হয় তাই এমন বিশেষ ব্যাগের ব্যবহার। সেই ওয়াটারপ্রুফ ব্যাগ এবার বাংলার ভোটেও। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। এই দফাতেই ভোট হচ্ছে আলিপুরদুয়ার কেন্দ্রে। সেখানকার পার্বত্য এলাকার বুথগুলির জন্য ভোট কর্মীদের দেওয়া হয়েছে এই ওয়াটারপ্রুফ ভিভি প্যাট ব্যাগ।
বক্সা পাহাড়ের ভোট গ্রহণ কেন্দ্রে এই ওয়াটার প্রুফ ব্যাগে করে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় মেশিন পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডিসিআরে এই ব্যাগ দেখতে অন্যান্য ভোট কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। এই বিষয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা জানান, উত্তরাখণ্ডের নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে এই ব্যাগের হদিস পান। তারপরই এটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
advertisement
মূলত বক্সা পাহাড়ের বুথগুলিতে দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীদের ‘ওয়াটার প্রুফ ব্যাগ’ সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে। তার মধ্যে আছে স্যাটেলাইট ফোন’ও। আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত বক্সা পাহাড়ের তিনটি বুথে এই সকল সামগ্রী এবার নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে পায়ে হেঁটে ভোট কর্মীদের পৌঁছতে হয় বক্সা পাহাড়ের ভোট কেন্দ্রগুলিতে। পাহাড়ে ওঠার সময় যাতে বৃষ্টিতে বা কোনও অঘটনে ইভিএমের ক্ষতি না হয় তাই এমন বিশেষ ব্যবস্থা। সেখানকার ১১/২৩৩, ১১/২৩৪, ১১/২৩৫ এই তিনটি বুথের জন্যই দেওয়া হয়েছে এই বিশেষ ধরনের ব্যাগ ও স্যাটেলাইট ফোন।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2024 9:46 AM IST