Lok Sabha 2024: নজরে কোচবিহার লোকসভা আসন! শক্তি বোঝাতে প্রস্তুত দুই শিবির
- Published by:Salmali Das
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Lok Sabha 2024: 'কোচবিহারে জনগর্জন!' মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে প্রচুর কর্মী সমর্থকদের পাশে নিয়ে বললেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।
কোচবিহারঃ ‘কোচবিহারে জনগর্জন!’ মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে প্রচুর কর্মী সমর্থকদের পাশে নিয়ে বললেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। নিশীথ প্রামাণিককে উদ্দেশ্য করে বসুনিয়া বলেন, “কোচবিহারের জনগণ বিজেপির এই গুন্ডারাজের অবসান চান”। কোচবিহার লোকসভা এবার রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। ভোটের উত্তাপ প্রতিনিয়ত টের পাওয়া যাচ্ছে এখানে। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং জেলা নেতৃত্বের নেতৃত্বে অনুষ্ঠিত তিন কিলোমিটার দীর্ঘ রোড শো-এ ১৫ হাজারেরও বেশি দলীয় কর্মী উপস্থিত ছিলেন বলে দাবি তৃণমূল জেলা নেতৃত্বের। এই কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়েই জেলাশাসকের কার্যালয়ে পৌঁছন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তাঁর মনোনয়ন জমা করেন।
আরও পড়ুনঃ মাত্র ১০ টাকা খরচ করে তৈরি হবে সুস্বাদু বিকেলের স্ন্যাকস! বাড়িতেই বানিয়ে ফেলুন
জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া যখন কর্মী, সমর্থকদের নিয়ে রোড শো করছিলেন, সেই সময় তাঁর হয়ে প্রচার করেন এলাকার মহিলা কর্মীর। মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের কথা স্মরণ করিয়ে তৃণমূল প্রার্থী বলেন, ‘‘এবার সত্যকে জয়যুক্ত করতে মসজিদ ও মন্দির দু’জায়গাতেই আমি প্রার্থনা করেছি, আশীর্বাদ চেয়েছি। তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী। মদনমোহন মন্দিরে পৌঁছনোর আগে আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যাতে মানুষ এবার উন্নয়নের পক্ষে রায় দেন।’’ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, ‘‘কোচবিহারের মানুষ এখানে বিজেপির গুন্ডারাজের অবসান চান। তাঁরা সেই শান্তি ও উন্নয়ন চান, বিদায়ী সাংসদ নিজেই যার অন্তরায়! কিন্তু, আজকের এই বিপুল জনসমাগম প্রমাণ করছে যে বিজেপির অত্যাচার থেকে মুক্তি পেতে মানুষ কতটা দৃঢ়প্রতিজ্ঞ! গত পাঁচবছর ধরে বিজেপি সাংসদের অস্ত্র ও গোলাবারুদের রাজনীতির বিরুদ্ধে এবার গর্জন তুলেছেন জনতা।’’
advertisement
advertisement
বিজেপি শিবির অবশ্য পাল্টা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে। কোচবিহার লোকসভা আসন ২০১৯ সাল থেকেই রাজনৈতিকভাবে নজরে। ২০২১ সালেও একাধিক আসনে জোরদার লড়াই হয়। এবার লোকসভায় নজরে সেই কোচবিহার আসন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2024 8:38 AM IST