Fast Food: মাত্র ১০ টাকা খরচ করে তৈরি হবে সুস্বাদু বিকেলের স্ন্যাকস! বাড়িতেই বানিয়ে ফেলুন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
একটু রেস্তোরাঁ স্টাইলের কিছু খেতে ইচ্ছে করলে ট্রাই করতে পারেন এই স্পেশাল খাবার।অল্প সুজি আর সেদ্ধ ডিম দিয়ে সুন্দর কুড়মুড়ে বিকেলের স্ন্যাকস বানিয়ে ফেলুন এবার বাড়িতেই।
শিলিগুড়ি: চিরকালই খাদ্যপ্রেমীরা মুখরোচক কিছু খেতে একটু বেশিই পছন্দ করেন। যতই তেল, ঝাল, মশলা বেশি থাকুক না কেন মুখরোচক খাবার খাওয়া চাইই চাই। রাস্তায় রাস্তায় গলিতে গলিতে হাজারও দোকান, হাজারও অপশন। যদিও বাঙালি বাড়িতে সন্ধে হলে একটু চপ, সিঙ্গারা বানানোর হুজুগ ওঠে এবং বানানোও হয়। কিন্তু একটু রেস্তোরাঁ স্টাইলের কিছু খেতে ইচ্ছে করলে ট্রাই করতে পারেন এই স্পেশাল খাবার। অল্প সুজি আর সেদ্ধ ডিম দিয়ে সুন্দর কুড়মুড়ে বিকেলের স্ন্যাকস বানিয়ে ফেলুন এবার বাড়িতেই।
মাত্র ১০ টাকা খরচ করলেই এমন সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। ভাবছেন ১০ টাকা দিয়ে রেসিপি। এই রেসিপি তৈরি করতে গেলে লাগবে ১০ টাকার সুজি, দুটো ডিম, দুটো ছোট পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা। আলু দিয়ে অনেকে চপ বানিয়ে থাকলেও সুজি দিয়ে হয়তো কেউ তৈরি করেননি। পদ্ধতি নিয়ে ক্লাউড কিচেন শেফ মিলি রায়কে জিজ্ঞেস করলে তিনি জানান, ‘খুবই সহজ পদ্ধতিতে এই রান্না করা যায়। বাড়িতে বিকেলের স্ন্যাকস হিসেবে এই খাবার ভীষণ পছন্দ হবে সকলের।’
advertisement
advertisement
প্রথমেই যেটা করতে হবে সেটা হল, ১০ টাকার সুজি নিয়ে ১ কাপ জলে হালকা সেদ্ধ করে নিতে হবে। একটু শক্ত হয়ে গেলে তারপর সেটাকে থালার মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। এরপর হাতে হালকা তেল লাগিয়ে ময়ম বানিয়ে নিতে হবে। অন্যদিকে দুটো সেদ্ধ ডিম স্লাইডার দিয়ে ছেঁচে নিতে হবে তার সঙ্গে পেঁয়াজ কুচি ও লঙ্কা মিশিয়ে হালকা করে মেখে নিতে হবে। ব্যাস পুর তৈরি হয়ে গেলেই গোল গোল করে লেচি বানিয়ে ডিমের পুর গুলি সেখানে দিয়ে সুন্দর করে গোল গোল বানিয়ে নিতে হবে। তারপর চাকু দিয়ে সেগুলির ওপর ডিসাইন করে নিতে হবে। এবার সাদা তেলে ছেড়ে দিতে হবে। লাল লাল হলে নামিয়ে সস এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন ডিম-সুজির চপ।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 8:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fast Food: মাত্র ১০ টাকা খরচ করে তৈরি হবে সুস্বাদু বিকেলের স্ন্যাকস! বাড়িতেই বানিয়ে ফেলুন