South Dinajpur News : নদীর জলস্তর বাড়তেই ভাঙল বাঁশের সাঁকো! বিপাকে প্রায় কয়েক হাজার গ্রামবাসী 

Last Updated:

আত্রেয়ী নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সমস্যার সম্মুখীন কালিকাপুর সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। হঠাৎ করে আত্রেয়ী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হুরমুরিয়ে ভাসিয়ে নিয়ে যায় চলাচলের একমাত্র বাঁশের সাঁকো। এখন ভরা নদীতে ঝুঁকিপূর্ণ ভাবে নৌকায় পারাপার হতে হচ্ছে।

+
এক

এক রাতেই ভেসে চলে গেছে সেতু! বেশি টাকার বিনিময়ে নৌকায় পারাপার বাসিন্দাদের

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর: আত্রেয়ী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হঠাৎ করে হুড়মুড়িয়ে ভাসিয়ে নিয়ে যায় চলাচলের একমাত্র বাঁশের সাঁকো। আত্রেয়ী নদীর উপর বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের সঙ্গে বালুরঘাটের সংযোগকারী অস্থায়ী বাঁশের সাঁকো। ফলে কালিকাপুর, বোয়ালদার, ফুলঘড়া, পার্বতীপুর, দুর্লভপুর, সৈয়দপুর, খাসপুর-সহ একাধিক জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কপথে যোগাযোগ থাকলেও তা অনেক ঘুরপথে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা গিয়েছে, এই সমস্ত গ্রামের প্রায় তিন হাজার মানুষ প্রতিনিয়ত বাঁশের তৈরি সাঁকোতে যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন পাকা সেতুর দাবি করেও পাকা সেতু মেলেনি। ফলে বাঁশের সেতু দিয়েই বালুরঘাট জেলা হাসপাতাল, স্কুল সহ শহরের সঙ্গে যোগাযোগ রেখেছেন তাঁরা।
নদীর ওপর অস্থায়ী বাঁসের সাঁকো দিয়ে এই সমস্ত গ্রামের মানুষরা বালুরঘাটের সঙ্গে নিত্যদিনের স্কুল, কলেজ, বাজার, অফিস সবকিছুর যোগাযোগ রক্ষা করেন। বর্ষার সময় অবশ্য নৌকার ব্যবস্থা করেন স্থানীয় মানুষরা। তবে, হঠাৎ করেই নদীর জল বেড়ে যাওয়ায় এক রাতেই ভেঁসে চলে গেছে সেতু। ফলে বেশি টাকার বিনিময়ে নৌকায় পারাপার হতে হচ্ছে সকল গ্রামবাসীকে।
advertisement
advertisement
স্থায়ী সেতুর দাবি অনেক দিনের। কিন্তু তা পূরণ হয়নি। প্রতিবারই বর্ষার সময় এই সমস্যায় পড়েন এলাকার সাধারণ মানুষ। স্থায়ী কোন নৌকার ঘাট না থাকায় বর্ষার সময় প্রাণ হাতে নিয়ে যাতায়াত করেন বাসিন্দারা। তবে, প্রতি বছর এই সমস্যা হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বাসিন্দারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক। হঠাৎ জল বেড়ে যাওয়ায় এমনকি বাঁশের সাঁকো ভেসে যাওয়ায়, এখন ভরা নদীতে ঝুঁকিপূর্ণ ভাবে নৌকায় পারাপার হতে হচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত পাকা সেতুর দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News : নদীর জলস্তর বাড়তেই ভাঙল বাঁশের সাঁকো! বিপাকে প্রায় কয়েক হাজার গ্রামবাসী 
Next Article
advertisement
Bankura News: মুম্বই পৌঁছেই দুঃস্বপ্ন! উধাও তিনটি লাগেজ, দুশ্চিন্তায় আমেরিকা ফেরত বাঁকুড়ার শিক্ষিকা
মুম্বই পৌঁছেই দুঃস্বপ্ন! উধাও তিনটি লাগেজ, দুশ্চিন্তায় আমেরিকা ফেরত বাঁকুড়ার শিক্ষিকা
  • আমেরিকা থেকে ভারতে ফেরার পথে খোয়া গেল মালপত্র!

  • চরম উদ্বেগে বাঁকুড়ার শিক্ষিকা৷

  • এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ৷

VIEW MORE
advertisement
advertisement