Local Sports: ইনডোর গেম টেবিল টেনিসে ঝুঁকছে নতুন প্রজন্ম
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বালুরঘাট চৌরঙ্গী ক্লাবের উদ্যোগে রাজ্য স্তরের আমন্ত্রণ মূলক টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজিত হয়। তিন দিন ধরে চলা এই টেবিল টেনিস প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিকের বেশি প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করে
দক্ষিণ দিনাজপুর: আউটডোর গেমসের পাশাপাশি ইনডোর গেমসেও আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর জেলার ছেলেমেয়েদের ইনডোর গেমসে আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বালুরঘাট চৌরঙ্গী ক্লাব। তাদের উদ্যোগে জেলায় টেবিল টেনিসের ব্যাপক প্রসার ঘটেছে।
বালুরঘাট চৌরঙ্গী ক্লাবের উদ্যোগে রাজ্য স্তরের আমন্ত্রণ মূলক টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজিত হয়। তিন দিন ধরে চলা এই টেবিল টেনিস প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিকের বেশি প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করে। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে, মোট ৬ টি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
advertisement
advertisement
এই টুর্নামেন্টের বিষয়ে বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র জানান, ক্রিকেট-ফুটবলের পাশাপাশি টেবিল টেনিস খেলাও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নতুন প্রজন্মের কাছে। পিছিয়ে নেই কেউ। এমনকি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে টেবিল টেনিস খেলায় নেতৃত্ব দেবে বলেও আশা করা যায়।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বালুরঘাট শহরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ক্রিকেট, ফুটবল খেলার যেভাবে প্রচলন রয়েছে ঠিক তেমনভাবেই টেবিল টেনিস খেলার বিস্তার ঘটছে। শহরে একাধিক ক্লাব দীর্ঘদিন ধরেই টেবিল টেনিসের ক্যাম্প করে আসছে। তাদের মধ্যে অন্যতম এই বালুরঘাট চৌরঙ্গী ক্লাব। তারা নিয়মিতভাবেই প্রতিবছর রাজ্য স্তরের টেবিল টেনিস টুর্নামেন্ট করে থাকে। এমনকি এই ক্লাবের টুর্নামেন্ট খেলার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা ভিড় জমিয়ে থাকেন।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 5:34 PM IST