Local Sports: ইনডোর গেম টেবিল টেনিসে ঝুঁকছে নতুন প্রজন্ম

Last Updated:

বালুরঘাট চৌরঙ্গী ক্লাবের উদ্যোগে রাজ্য স্তরের আমন্ত্রণ মূলক টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজিত হয়। তিন দিন ধরে চলা এই টেবিল টেনিস প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিকের বেশি প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করে

+
টেবিল

টেবিল টেনিস

দক্ষিণ দিনাজপুর: আউটডোর গেমসের পাশাপাশি ইনডোর গেমসেও আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর জেলার ছেলেমেয়েদের ইনডোর গেমসে আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বালুরঘাট চৌরঙ্গী ক্লাব। তাদের উদ্যোগে জেলায় টেবিল টেনিসের ব্যাপক প্রসার ঘটেছে।
বালুরঘাট চৌরঙ্গী ক্লাবের উদ্যোগে রাজ্য স্তরের আমন্ত্রণ মূলক টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজিত হয়। তিন দিন ধরে চলা এই টেবিল টেনিস প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিকের বেশি প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করে। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে, মোট ৬ টি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
advertisement
advertisement
এই টুর্নামেন্টের বিষয়ে বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র জানান, ক্রিকেট-ফুটবলের পাশাপাশি টেবিল টেনিস খেলাও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নতুন প্রজন্মের কাছে। পিছিয়ে নেই কেউ। এমনকি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে টেবিল টেনিস খেলায় নেতৃত্ব দেবে বলেও আশা করা যায়।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বালুরঘাট শহরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ক্রিকেট, ফুটবল খেলার যেভাবে প্রচলন রয়েছে ঠিক তেমনভাবেই টেবিল টেনিস খেলার বিস্তার ঘটছে। শহরে একাধিক ক্লাব দীর্ঘদিন ধরেই টেবিল টেনিসের ক্যাম্প করে আসছে। তাদের মধ্যে অন্যতম এই বালুরঘাট চৌরঙ্গী ক্লাব। তারা নিয়মিতভাবেই প্রতিবছর রাজ্য স্তরের টেবিল টেনিস টুর্নামেন্ট করে থাকে। এমনকি এই ক্লাবের টুর্নামেন্ট খেলার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা ভিড় জমিয়ে থাকেন।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Local Sports: ইনডোর গেম টেবিল টেনিসে ঝুঁকছে নতুন প্রজন্ম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement