Local News: হঠাৎ লোকালয় থেকে চিতল হরিণ উদ্ধার, কালচিনিতে হৈ হৈ কাণ্ড
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে একটি হরিণ গাড়োপাড়া এলাকায় ঢুকে পড়ে। হরিণটি এলাকার বিভিন্ন স্থানে দাঁপিয়ে বেড়ায়
আলিপুরদুয়ার: হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ল একটি হরিণ। যদিও এলাকাবাসীরা সেই হরিণটিকে চোখের আড়াল হতে দেননি। সুযোগ বুঝে বন দফতরের হাতে তাকে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: দোলের আগে অকাল সরস্বতী পুজো! ব্যাপারটা কী?
ঘটনাটি কালচিনি ব্লকের গাড়োপাড়া এলাকার। এই এলাকা থেকে এদিন হরিণ উদ্ধার করলেন বনকর্মীরা।জানা যায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে একটি হরিণ গাড়োপাড়া এলাকায় ঢুকে পড়ে। হরিণটি এলাকার বিভিন্ন স্থানে দাঁপিয়ে বেড়তে থাকে।পরবর্তীতে হরিণটি এলাকার এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজাভাতখাওয়া রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বনকর্মীরা এসে বাড়ির ভেতর থেকে হরিণটিকে উদ্ধার করে আনেন। এলাকার মানুষ বুদ্ধি করে ঘরের দরজা দিয়ে দেওয়ায় সে অন্যত্র পালাতে পারেনি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এটি পূর্ণ বয়স্ক চিতল হরিণ ছিল। প্রাথমিক চিকিৎসার করার ফের তাকে রাজাভাতখাওয়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 2:06 PM IST