Saraswati Puja 2024: দোলের আগে অকাল সরস্বতী পুজো! ব্যাপারটা কী?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা ভেবে তাই এই বছর পুজোর দিন বদল করা হয়েছিল। সেই কারণেই সরস্বতী পুজোর এক মাস পর অকাল সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে
দক্ষিণ ২৪ পরগনা: এই বসন্তকালে অকাল সরস্বতী পুজো! দোলের আগে এমন ঘটনায় চমকে ওঠাটাই স্বাভাবিক। কিন্তু নামখানায় সেই দৃশ্যই দেখা গেল। আসল ব্যাপারটা কী?
নামখানায় অকাল সরস্বতী পুজো ঘিরে বইছে খুশির জোয়ার। এ বছরের সরস্বতী পুজো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝের সময়ে পড়েছিল। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা ভেবে তাই এই বছর পুজোর দিন বদল করা হয়েছিল। সেই কারণেই সরস্বতী পুজোর এক মাস পর অকাল সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের কথা ভেবে এই পুজো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বছর এখানকার সরস্বতী পুজো দশম বর্ষে পদার্পণ করেছে। এই পুজোর এবছরের থিম ছিল সবুজ রক্ষা। চারিদিকে বিপুল পরিমাণে সবুজ ধ্বংস হচ্ছে, যার ফলে বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়ন। সেই উষ্ণায়ন রুখতে ও সবুজকে বাঁচাতে এই থিম বেছে নেওয়া হয়েছিল। এই বছর পুজোর উদ্বোধন করানো হয় ১০০০ একজন মহিলাকে দিয়ে। তাঁরা সকলেই এক হাজার প্রদীপ জ্বালিয়ে এই পুজোর সূচনা করেন। এই নিয়ে পুজো কমিটির পক্ষ থেকে প্রলয় সামন্ত জানান, এই বছর একেবারে অভিনব ভাবনায় পুজো করা হচ্ছে। সরস্বতী পুজোর একমাস পর এই পুজো হওয়ায় পুজো দেখতেও দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন। আগামী এক সপ্তাহ এই উপলক্ষ্যে সেখানে আনন্দের জোয়ার বইবে বলে জানিয়েছেন।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 12:38 PM IST