গোয়ালঘরে টর্চ মারতেই জ্বলজ্বল করছে চোখ, উদ্ধার রক্তাক্ত চিতাবাঘ!

Last Updated:

ঘটনাস্থলে গিয়ে বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা বাঘটিকে উদ্ধার করে। (Leopard Found)

গোয়ালঘরে চিতাবাঘ
গোয়ালঘরে চিতাবাঘ
#জলপাইগুড়ি: ঘরের ভেতর থেকে উদ্ধার চিতাবাঘ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের গয়েরকাটা কালুয়া কলোনি এলাকায়। চিতাবাঘটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তাক্ত অবস্থায় চিতাবাঘটি উদ্ধার হয় বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে গিয়ে বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা বাঘটিকে উদ্ধার করে।
বাড়ির মালিক শ্যাম সুন্দর ওরাও বলেন, বেশ কয়েকদিন থেকে বাড়ি থেকে ছাগল হারিয়ে যাচ্ছিল। এর আগে তিনটি ছাগল চিতাবাঘে নিয়ে যায়। ফের ছাগল খেতে এসেছিল, কিন্তু আচমকাই বাড়ির কুকুর চিৎকার করতে শুরু করলে মনে সন্দেহ তৈরি হয়। পরে গোয়ালঘরে টর্চ মারতেই দেখা যায় চিতাবাঘ আটকে রয়েছে। এরপর বন দফতরে খবর দিলে তারা এসে ঘুমপাড়ানি গুলি করেছ চিতাবাঘটিকে উদ্ধার করে।
advertisement
advertisement
আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে CBI হানা, 'স্বাগত' ট্যুইট কেজরির
সীমা চৌধুরী, অনরারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন বলেন, বেশ কিছুদিন থেকেই চিতাবাঘ এই বাড়িতে ঢুকে ছাগল নিয়ে যাচ্ছিল। বাড়ির মালিক শ্যামসুন্দর ওরাও গোয়াল ঘরে দেখতে পায় চিতা বাঘ ঢুকে পরেছে। বন দফতরকে খবর দিলে তারা এসে ঘুমপাড়ানি গুলি করে সেটিকে উদ্ধার করে। লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিতাবাঘটিকে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে জঙ্গলে ফেরানো হয়।
advertisement
রকি চৌধূরী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গোয়ালঘরে টর্চ মারতেই জ্বলজ্বল করছে চোখ, উদ্ধার রক্তাক্ত চিতাবাঘ!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement