ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবারের খেলা দেখে ফেরার পথে মারাত্মক ঘটনা, স্টেশনের পাশে উদ্ধার দেহ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ফুটবল ম্যাচ দেখে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্টেশনের পাশ থেকেই উদ্ধার হয় যুবকের মৃতদেহ। (Dead Body Found)
#কলকাতা: বজবজ-শিয়ালদা শাখার সন্তোষপুর স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে মৃত এক যুবক। ফুটবল ম্যাচ দেখে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্টেশনের পাশ থেকেই উদ্ধার হয় যুবকের মৃতদেহ।
ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা ছিল নৈহাটিতে। মহেশতলার নুঙ্গি এলাকা থেকে একদল যুবক তাঁরা নৈহাটিতে খেলা দেখতে যায় বাসে করে। রাতে খেলা দেখে ট্রেনে করে ফেরার সময় বজবজ শিয়ালদা শাখার সন্তোষপুর স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এক যুবক।
advertisement
advertisement
আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে CBI হানা, 'স্বাগত' ট্যুইট কেজরির
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাদিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে নাদিয়াল হাসপাতালে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশের আধিকারিকরা। মৃত যুবকের নাম অমন সিং, বয়স ১৮।
advertisement
মৃত যুবক মহেশতলার নুঙ্গি স্টেশন রোড এলাকার বাসিন্দা। কী ভাবে ওই যুবক ট্রেন থেকে পড়ে গেলেন, তা নিয়ে পরিবারের লোকজনের মনে প্রশ্ন রয়েছে। কেউ কি তাঁকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছিল? প্রশ্ন তুলছে পরিবার। গোটা ঘটনা তদন্ত করছে রেল পুলিশের আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2022 10:31 AM IST