Picnic Spot: ৫ বছর আগেই চলত রমরমিয়ে, এখন সেসব অতীত! ইতিহাসের পাতায় নাম উঠতে চলেছে এই পিকনিক স্পটের
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে এই পার্কের অবস্থা একেবারেই বেহাল।
ঘোকসাডাঙা: জেলা কোচবিহারের ঘোকসাডাঙা এলাকার লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফাবাড়ি পার্ক। দীর্ঘ সময় ধরে এই জায়গাটি সুন্দর গাছপালায় ঘেরা। একটা সময় এখানে কিন্তু প্রচুর পর্যটকদের ভিড় জমত। পিকনিকের মরসুমগুলিতে এই স্থানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকত। তবে বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে এই পার্কের অবস্থা একেবারেই বেহাল। পার্কে থাকা বাচ্চাদের খেলনা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া এই পার্কের চারিপাশের গাছপালা দীর্ঘ সময় ধরে পরিচর্যা করা হয় না। বর্তমান সময়ে পিকনিকের মরশুমে এই পার্ক পুনরায় চালু করার দাবি তুলেছেন স্থানীয় মানুষেরা।
এলাকার স্থানীয় বাসিন্দা ভাষ্কর বর্মন জানান, “দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে এই পার্ক বন্ধ অবস্থায় রয়েছে। একটা সময় এই পার্কে প্রচুর পর্যটকদের আনাগোনা দেখতে পাওয়া যেত। তবে বর্তমান সময়ে সেই জিনিসটি আর নেই। এখন হাতেগোনা কিছু পর্যটক আসেন এই জায়গায় পিকনিক করতে। তবে এই পার্ক পুনরায় শুরু করা হলে এলাকার উন্নয়ন যেমন হবে, তেমনই এলাকার স্থানীয় মানুষদের কাজের সুযোগ হবে বেশ অনেকটাই। তাইতো এই পার্ক পুনরায় শুরু করা উচিত সরকারি উদ্যোগে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পার্কে বেড়াতে আসা এক পর্যটক বিপ্লব দাস জানান, “এই পার্ক দ্রুত সংস্কার করা উচিত, তা না হলে এখানে মানুষের আনাগোনা বাড়বে না। যদিও এই পার্ক সংস্কারের বিষয় নিয়ে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়নি। তাই সরকারি উদ্যোগের একান্তই প্রয়োজন এই পার্ক সংস্কারের জন্য।” এলাকার স্থানীয় এক ব্যবসায়ী হরেকৃষ্ণ সরকার জানান, “দীর্ঘ সময় ধরে এই পার্কে যে সমস্ত কর্মীরা কাজ করতেন। তাঁদের বেতন পর্যন্ত বন্ধ ছিল। তাই তাঁরাও একপ্রকার হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছেন। তাই বর্তমান সময়ে পার্কের এই বেহাল দশা হয়ে রয়েছে।”
advertisement
যদিও এই পার্ক নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে স্থানীয় মানুষেরা এই পার্কের দ্রুত সংস্কার দাবি করছেন সরকারিভাবে। যাতে এই পার্ক পুনরায় শুরু করা সম্ভব হয় এবং এলাকার কিছুটা হলেও উন্নয়ন সম্ভব হয়।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2025 3:49 PM IST







