Durga Idol Artist: জেলায় এবার দুর্গা প্রতিমায় বিশেষ আকর্ষণ! কৃষ্ণনগরের শিল্পীদের হাতে তৈরি হচ্ছে প্রতিমা

Last Updated:

Durga Puja 2024: এবার সম্পূর্ণ মাটি, রঙ, আঠা ও অভ্র দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমার সাজসজ্জার উপকরণ। সুদূর কৃষ্ণনগরের দুই শিল্পী এই শাড়ি তৈরি করছেন। যা সকল মানুষের নজর আকর্ষণ করতে পারে।

+
দুর্গা

দুর্গা প্রতিমার পাশে কৃষ্ণনগরের শিল্পীরা

কোচবিহার: দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রায় প্রতিটি প্রতিমা কারখানায়। তবে এবার এক বিশেষ আকর্ষণ রয়েছে জেলার প্রতিমায়। যা আগে জেলার দুর্গা প্রতিমাগুলিতে দেখতে পাওয়া যেত না। সুদূর কৃষ্ণনগরের শিল্পীরা এই প্রতিমা তৈরি করতে এসেছেন। সাধারণ ভাবে দুর্গা প্রতিমার গায়ে জড়ানো থাকে রকমারি ডিজাইনের শাড়ি। তবে এবার সম্পূর্ণ মাটি, রঙ, আঠা ও অভ্র দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমার সাজসজ্জার উপকরণ, যা সকল মানুষের নজর আকর্ষণ করবে এটুকু নিশ্চিত।
কৃষ্ণনগরের শিল্পী অভি বিশ্বাস জানান, দীর্ঘ সময় ধরে তাঁর আগ্রহ ছিল এই কাজের প্রতি। তারপর একদিন তিনি এই কাজ শুরু করেন আর্থিক রোজগারের জন্য। বর্তমানে তিনি রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি ভিন রাজ্যেও যান এই কাজের জন্য। এখনও পর্যন্ত আগন্তি প্রতিমার অলঙ্করণের কাজ করেছেন তিনি। তাঁদের তৈরি এই সমস্ত মূর্তিগুলি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে দুর্গাপুজোয়। তাই প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে ডাক পড়ে তাঁদের। এবার তাঁরা এসেছেন কোচবিহারে তাঁদের শিল্পকর্ম সকলের সামনে তুলে ধরতে।
advertisement
advertisement
কৃষ্ণনগরের আর এক শিল্পী সুমিত সরকার জানান, একটা সময় তাঁর কাকার হাত ধরে এই কাজে যোগদান তাঁর, তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। তবে দিনের পর দিন এই কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে শিল্পের নৈপুণ্য বেড়েছে অনেকটাই। চলতি বছরে কোচবিহারের এক প্রতিমা কারখানায় তাঁদের ডাক পড়েছে। দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে একাধিক মূর্তির কাজ করেছেন তাঁরা। সাধারণ মানুষের পক্ষে দেখে বোঝা অসম্ভব যে এই মূর্তি গুলিতে মাটির শাড়ি পরানো রয়েছে। তবে শুধুমাত্র আর্থিক যোগানের জন্যই নয়। ভালবাসার তাগিদেও এই কাজ করতে বিভিন্ন জায়গায় ছুটে যান তাঁরা।”
advertisement
কোচবিহার জেলায় এই প্রথমবার এই ধরনের শিল্পের কাজ দেখতে পাবেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে প্রায় একই ধরনের কাজ তৈরি হচ্ছিল জেলার প্রতিমা কারখানাগুলিতে। এবার সেই জায়গায় এই নতুন শিল্পের কাজ প্রতিমার চাহিদা বাড়িয়ে তুলেছে অনেকটাই। এছাড়া দুর্গাপুজোর থিম এবং সাজসজ্জার মাত্রাও আরও আকর্ষণীয় করেছেন শিল্পীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Idol Artist: জেলায় এবার দুর্গা প্রতিমায় বিশেষ আকর্ষণ! কৃষ্ণনগরের শিল্পীদের হাতে তৈরি হচ্ছে প্রতিমা
Next Article
advertisement
Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
  • বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বাড়তি গুরুত্ব মুখ্যমন্ত্রীর৷

  • নবান্নের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ৷

  • বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া-আমাদের সমাধানে বাড়তি নজর মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement