Kite Festival: সরস্বতী পুজোর নীল আকাশ ছেয়ে যাবে ভালবাসার ঘুড়িতে!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
মূলত বিশ্বকর্মা পুজোতেই ঘুড়ি ওড়ার চল আছে। তবে জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দারা রীতি মেনে সরস্বতী পুজোতেও লাটাই নিয়ে নেমে পড়েন মাঠে
জলপাইগুড়ি: রাত পোহালেই সরস্বতী পুজো, সেইসঙ্গে প্রেম দিবসও বটে। এবার ভ্যালেন্টাইনস ডে’র দিনই হবে বাগদেবীর আরাধনা। আর সেই উপলক্ষে বুধবার তিস্তা পাড়ে উড়বে ভালবাসার ঘুড়ি।
মূলত বিশ্বকর্মা পুজোতেই ঘুড়ি ওড়ার চল আছে। তবে জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দারা রীতি মেনে সরস্বতী পুজোতেও লাটাই নিয়ে নেমে পড়েন মাঠে। ঘুড়ির ঝাঁকে আকাশ রঙিন হয় পাড়ায় পাড়ায়। তবে ক্রমশই এই ঘুড়ি ওড়ানোর রীতি যেন হারিয়ে যাচ্ছে। পুনরায় ঘুড়ি ওড়ানোর স্মৃতি ফিরিয়ে আনতে সরস্বতী পুজোর দিন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ফলে বুধবার দুপুর থেকেই ভোকাট্টা ধ্বনিতে মুখরিত হতে চলেছে জলপাইগুড়ির জুবলি পার্ক।
advertisement
advertisement
১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে আকাশে ভাসবে লাল, নীল সহ বিভিন্ন রঙের, নানা ধরনের, রকমারি আকারের ঘুড়ি। আবার সেই কৈশোরের স্মৃতি উস্কে তিস্তা পাড়ের নীল আকাশ হয়ে উঠবে রং-বে-রঙের ঘুড়ির মুক্তাঞ্চল। শহরের ইতিহাসকে বর্তমানে প্রাসঙ্গিক করতে সরস্বতী পুজোর দিন ঘুড়ি উৎসব এবং প্রতিযোগিতার আয়োজন করল জলপাইগুড়ির এক সংস্থা। এখন সেই উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোরকদমে। তৈরি হচ্ছে নানা রঙের এবং আকারের ঘুড়ি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শুধু উৎসব আয়োজন করাই নয় ঘুড়ির ঐতিহ্যকেও ফিরিয়ে আনতে যথেষ্ট তৎপর এই সংস্থার সদস্যরা। মানুষের মুখ থেকে হারিয়ে যাওয়া চাঁদিয়াল, ময়ূরপঙ্খী, চৌরংগী, পেটকাটির পাশাপাশি উড়োজাহাজ, বাক্স ঘুড়িও থাকবে এই ঘুড়ি উৎসবে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2024 5:35 PM IST